আসালামু আলাইকুম,
কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহ্র রহমতে ভালো আছেন।
যারা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে DSLR এর মত পোট্রেট ছবি তুলতে চান বা ছবিতে লক্ষবস্তুর বাকি অংশ ঘোলা করে ছবি তুলতে চান তারা এই অ্যাপ
টি ডাউনলোড করতে পারেন। অ্যাপ টির ইমেজ কোয়ালিটি অন্যান্য ফটো এপস গুলোর চেয়ে খুবই ভালো।
দেখুন এই এপস এ তোলা কিছু ছবিঃ
ডাউনলোড লিঙ্ক:- এখানে ক্লিক করুন ।।
ডাউনলোড করার নিয়ম:-
অ্যাপ টি ওপেন করে লেন্স ব্লার সিলেক্ট করুন। সেখানের নির্দেশাবলী অনুযায়ী ছবি তুলুন ছবি টা প্রসেস হতে কিছুক্ষণ সময় লাগবে।
কেমন লাগল? ভাল না খারাপ? নাকি কোন সমস্যা হল? কমেন্ট করে জানাবেন। ভাল থাকুন, সুস্থ থাকেন এবং পিসিহেল্পসেন্টারবিডি এর সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।