আসসালামু আলাইকুম।
কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালোই আছেন। আজ আপনাদের দেখাবো কিভাবে অ্যান্ডয়েড অ্যাপ ব্যবহার করা যায় ডেক্সটপ/ল্যাপটপে। একটু কৌশল খাটালেই অ্যান্ডয়েড অ্যাপ এবং গেম গুলো ব্যবহার করা যাবে ডেক্সটপ/ল্যাপটপে। এ জন্য BlueStacks নামের একটি সফটওয়্যারই যথেষ্ট।
এজন্য প্রথমে BlueStacks নামের সফটওয়্যারটি ডাউনলোড করে ইনস্টল করতে হবে। সফটওয়্যারটি ইন্সটল করা শেষ হলে মেনুর সার্চ অপসনে গিয়ে আপনি যে অ্যাপটি ব্যাবহার করতে চাইছেন সেটির নাম লিখে সার্চ করুন । ধরুন আপনি হোয়াটসঅ্যাপ ব্যাবহার করবেন, সার্চ অপসনে গিয়ে হোয়াটসঅ্যাপ লিখে সার্চ দিতে হবে। এ সময় BlueStacks আপনাকে গুগল অ্যাকাউন্টের লগইন করতে বলবে। লগইন করার পরপরই আপনি পিসির জন্য হোয়াটসঅ্যাপ ডাউনলোড করতে পারবেন এবং ইন্সটল করে ব্যবহার করতে পারবেন। একই কায়দায় আপনি অন্যান্য অ্যান্ড্রয়েড চ্যাটিং অ্যাপসও ব্যবহার করতে পারবেন।
BlueStacks ডাউনলোড লিঙ্ক :- এখানে ক্লিক করুন ।
ডাউনলোড করার নিয়মঃ–
ডাউনলোড লিংক কাজ করে না।
লিঙ্কতো ঠিক আছে বাশার ভাই ।।
Thanks a lot for taking the time to share your experiences with so much detail. It’s clear and up to the point.
U r most welcome bro!