ব্লাড প্রেশার মাপুন আপনার Android ফোন দিয়ে!!!!!!
আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভাল। আজ কাল কোন রোগ হলেই আমরা ব্লাড প্রেশার মাপার জন্য ডাক্তারের নিকট ছুটি। আবার তিনি কিন্তু এ কাজ বিনা পয়সায় করে দেন না। আজ আমি আপনাদের জানাব কিভাবে বিনা পয়সায় আপনার Android ফোন দিয়ে ব্লাড প্রেশার মাপা যায়। কি বিশ্বাস হচ্ছে না। প্রথমে আমার হয়নি। কিন্তু কয়েক জনের ব্লাড প্রেশার পরীক্ষা করার পর শিয়র হলাম। এই কাজটা করার জন্য প্রথমেই আপনাকে নিচের লিঙ্ক থেকে সফটা ডাউনলোড করে নিতে হবে।
তারপর সেটআপ দিন। এবার সফটা রান করুন। তারপর বর্গাকার যে ঘর আসবে সেটার ভেতর আপনার বৃদ্ধা আঙ্গুলটি রাখুন। কিছুক্ষণ আপেক্ষা করুন। এবার আপনার ব্লাড প্রেশার এবং পালস আপনার Android ফোনে দেখাবে।
ব্যাস বাচিয়ে দিলাম ডাক্তারের ভিজিট। এজন্য আমাকে কোন ফি দিতে হবে না। শুধু ভাল লাগলে কমেন্ট করবেন।
Thanks.