নিজের চোখকে রক্ষা করুন মনিটরের ক্ষতিকর রশ্মি থেকে।

আমরা সবাই জানি যে মনিটর থেকে অনেক ক্ষতিকর রশ্মি বের হয়। যার কারনে আমাদের চোখের অনেক ক্ষতি হয়। আজ আমি আপনাদের এমন একটি সফট দেব যার সাহাজ্যে আপনি আপনার চোখকে এই ক্ষতিকর রশ্মি থেকে রক্ষা করতে পারবেন।

এই সফট নিজে থেকেই মনিটরের রেজিলেশন সময়ের উপর ভিত্তি করে পরিবরতন করে। মানে যখন সূর্যের আলো বেশি থাকে তখন রেজিলেশন বেশি থাকে। আবার সূর্যের আলো কম থাকলে রেজিলেশন কম থাকে। প্রথমেই নিচের লিঙ্ক থেকে সফটা নামিয়ে নিনঃ

লিঙ্ক

তারপর আনরার করে সেটআপ দিন।

তারপর টাস্কবার থেকে নিচের মত সফটি ওপেন করুন।

1

তারপর নিচের মত আসবেঃ

2

 

এখন change setting এ ক্লিক করুন। তারপর নিচের মত আসবেঃ

3

এখান থেকে daytime এবং nighttime এ মনিটরের রেজিলেশন সিলেক্ট করে দিন।

এখন আপনার কাজ শেষ। এখন সময়ের সাথে মনিটরের রেজিলেশন আপনাআপনি পরিবর্তন হবে।

ভাল থাকবেন ধন্যবাদ সবাইকে।