team viewer

আমার সাথে সাথে নিচে দেয়া ধাপগুলো অনুসরণ করুন:

০১. প্রথমেই আপনার এবং আপনার পার্টনারের কম্পিউটারে TeamViewer Software ইন্সটল করুন। ]

দুই কম্পিউটারে TeamViewer Software ইন্সটল এর পর:

০২. TeamViewer Software দুটি কম্পিউটারেই ওপেন করুন।

০৩. ID এবং Password পাবেন, দুটি কমিপউটারেই, নিচে দেয় বক্সটি আসবে:
০৪. আপনি আপনার বন্ধুর কম্পিউটারের ID জেনে নিন এবং নিচে দেয় বক্সটিতে টাইপ করে “connect to partner” বাটনে click করুন। (remote support এ যেন দেয়া থাকে)

০৫. এরপর আরেকটি বক্স আসবে সেখানে আপনার বন্ধুর কম্পিউটারের Passwordটি বসিয়ে (অবশ্যই তার কাছ থেকে জেনে নেবেন Passwordটি) বক্সটির বামের বাটনে click করে আপনার বন্ধুর PCকে connect করুন ।

দেখবেন আপনার PCর মনিটরে আপনার বন্ধুর PCর মনিটরটি আসবে।

আর আপনি তখন অতি সহজেই আপনার বা আপনার বন্ধুর PCটি বিশ্বের যেকোন প্রান্ত থেকেই নিয়ন্ত্রণ করতে পারবেন।

ডাউনলোড লিংক

অথবা

ডাউনলোড লিংক