Domain-Parking1

সকলের প্রশ্নের উত্তর দিয়েছেন এই গ্রুপের অ্যাডমিন ” রুবেল এসবিএস ” ভাই।

Adsense & Domain Parking গ্রুপের সকল মেম্বারদের সুবিধার জন্য সকল প্রশ্নোত্তর একসাথে ডক ফাইলে প্রকাশ করা হল।

প্রশ্ন ১.  আমি কিভাবে ডোমেইন পার্কিং করব?ডোমেইনটা নিব কিভাবে?

উত্তরঃ  ডোমেইন পার্ক করা কঠিন কিছু না। খুবি সহজ… Sedo তে সাইন আপ করবেন। তারপর ভেরিফাই করে ডোমেইন অ্যাড করবেন, অবশেষে Sedo থেকে দেওয়া ২ টা Name Server আপনার Domain Control panel এ সেট করবেন। হয়ে গেল পার্ক করা… তবে আমার পক্ষ থেকে সাজেশন থাকবে যে আজকের এই ইভেন্ট এর সাথে থাকুন এবং সকলের প্রশ্ন এবং উত্তর গুলো ভালভাবে খেয়াল করুন। বুঝার চেষ্টা করুন। আর ডোমেইন কেনার ব্যাপারে নতুনদের আমি অবশ্যই সাজেস্ট করবো, বাংলাদেশী পরিচিত কারো কাছে থেকে নেন। কারন, এতে আপনার পেপাল অথবা কোন ক্রেডিট কার্ড লাগবে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, পরবর্তী সাপোর্ট পাওয়া… যেসব সুবিধা International কোম্পানি থেকে ঠিকমতো পাবেন না। ধন্যবাদ

প্রশ্ন ২.  আমার ১টি ডোমেন ছিল 2008 সাল থেকে. 2015 সালে রি-রেজিস্ট্রেশন করিনাই। আমি পুনারায় রেজিস্ট্রেশন করে সেডোতে ডোমেন পার্ক করা যাবে?ডোমেন টাতে এডসেন্স ছিল।

উত্তরঃ Sedo থেকে যদি এই ডোমেইন কোন দিন ব্যান না হয়, তাহলে অবশ্যই এই ডোমেইন পার্ক করা যাবে এবং অ্যাড শো করবে। মজার বেপার হচ্ছে, এই ডোমেইন অ্যাডসেন্স থেকে ব্যান হলেও Sedo তে অ্যাড শো করবে। ধন্যবাদ

প্রশ্ন ৩.  আমি সেডোতে একটা ডোমেইন পার্ক করেছিলাম। কিছুদিন পর আমি ডোমেইন টা সেডো থেকে সরিয়ে নেই। তার কিছু দিন পর আমার সেডো একাউন্ট ডিজেবল হয়ে যায়। এখন আমার প্রশ্ন হচ্ছে আমি কি নতুন একাঊন্ট খুলে ঐ ডোমেইন আবার পার্ক করতে পারবো?

উত্তরঃ এই সমস্যা হয় Sedo একাউন্টে যদি ১ টা ডোমেইন থাকে। ২-৩ টা ডোমেইন থাকলে আপনার একাউন্ট ব্যান হতো না। যাই হোক, আমি সাজেস্ট করবো টেস্ট করার জন্য একবার NS1.SEDOPARKING এবং NS2.SEDOPARKING নেম সার্ভার সেট করে দেখুন। ১ ঘণ্টার মধ্যে যদি, অ্যাড শো করে, তাহলে নতুন একাঊন্ট খুলে ঐ ডোমেইন আবার পার্ক করতে পারবেন। ধন্যবাদ

প্রশ্ন ৪.   ১) Sedo এ টাকা পাওয়ার পর কিভাবে উঠাব? Sedo এর Payment Method হিসেবে কি DBBL ব্যবহার করা যাবে?(আমার Paypal Account নেই। কিন্তু Payoneer Master Card আছে)২) ওয়েবসাইট ডিজাইন করে তারপর Sedo তে ডোমেইন submit করতে হবে? নাকি Sedo নিজেই একটা নির্দিষ্ট ডিজাইন দিয়ে দিবে?? যা ওয়েবসাইটটি সেডোতে Submit করার পর স্বয়ংক্রিয় ভাবেই এসে পড়বে?

উত্তরঃ উত্তর ১) –পেমেন্ট মেথড হিসাবে পেপাল এবং ডিরেক্ট ব্যাংক ট্রান্সফার করতে পারবেন। হা DBBL ব্যবহার করা যাবে পেপাল এ মিনিমাম পেয়াউট ২০ ইউরো এবং ডিরেক্ট ব্যাংক ট্রান্সফার এ মিনিমাম পেয়াউট ১০০০ ইউরো…   উত্তর ২) — আপনার কিছুই করতে হবে না। আপনি জাস্ট ডোমেইন অ্যাড করে নেম সার্ভার পরিবর্তন করবেন। আর বাকি সব Sedo করবে Sedo তে ৫-৭ টা সুন্দর সুন্দর থিম দেওয়া আছে… ডিজাইনের কোন ঝামেলা নেই… অটোমেটিক অ্যাড শো করবে। তবে, আপনি অনেক কিছুই Customize করতে পারবেন। ধন্যবাদ   শুধুমাত্র  NS1.SEDOPARKING এবং NS2.SEDOPARKING এই ২ টা Name Server ব্যাবহার করবেন।

প্রশ্ন ৫. সেডোতেও কি অ্যাডসেন্স ক্লিক ফ্রডের মত কারনে ব্যান হতে পারে?

উত্তরঃ  রুবেল এসবিএস Sedo তে যেহেতু Google Ads দেখাবে, সেহেতু ফেক ক্লিকে অবশ্যই ব্যান হবে Ads দেখতে Same Google Adsense এর মতোই আশা করি বুঝতে পেরেছেন… একটু কষ্ট করে এটা পড়ে নিবেন ধন্যবাদParking Program RulesAs mentioned above, click fraud has emerged as the number one obstacle to the success of domain traffic monetization models. Click fraud occurs when either computer programs or individuals are used to drive traffic to a website containing advertisement listings or directly to advertiser websites, such as Sedo’s service, and who or which navigate to the domain and/or click on the listed ads displayed with no intention to purchase or inquire about the goods, services or companies being advertised. The threat posed by these practices is best illustrated by the number of advertisers who have greatly reduced the amount they spend on pay-per-click advertising. For these reasons, Sedo requires participants in our Parking Program to abide by the following set or rules and regulations.PLEASE NOTE: COMMITTING ANY OF THE FOLLOWING PROHIBITED ACTIONS CONSTITUTES GROUNDS FOR IMMEDIATE TERMINATION FROM THE PARKING PROGRAM AND FORFEITURE OF ANY ACCUMULATED EARNINGS WITHOUT PRIOR NOTICE. PLEASE READ AND OBEY THESE RULES!বিস্তারিত এই লিঙ্ক এ — https://sedo.com/…/policies/rules-for-domain-parkers/…

প্রশ্ন ৬. Sedo তে ডোমেইন পার্ক করতে হলে কি Hosting নিতে হবে? শুধু মাত্র ডোমেইন নিলেই কি হবে?

উত্তরঃ  কোন হস্টিং লাগবে না। শুধু ডোমেইন দিয়েই হবে। Sedo তে সবই দেওয়া আছে আপনার কাছে জাস্ট ডোমেইন এর ফুল কন্ট্রোল প্যানেল থাকতে হবে Name Server পরিবর্তন করার জন্য । ধন্যবাদ ।

প্রশ্ন ৭. Sedo তে ডোমেইন পার্ক করার পর কি update করার সুযোগ আছে? অর্থাৎ আমি কি ঐ ডোমেইন রেগুলার ব্যবহার করতে পারব?

উত্তরঃ না ভাই Sedo তে সাইট আপগ্রেড করার কোন সুযোগ নাই। তবে, আপনি ইচ্ছা করলে, যেকোনো সময় আবার আগে Name Server এ ফেরত যেতে পারবেন। আর সাইট ঐ অবস্থায় ওইখান থেকেই চালু হবে। ধন্যবাদ

প্রশ্ন ৮. Sedo তে কিভাবে এস.ই.ও করলে ভালো হবে ?

উত্তরঃ প্রথমে একটু কষ্ট করে Sedo ট্র্যাফিক পলিসিটা নিজ দায়িত্তে পড়ে নিবেন। https://sedo.com/…/policies/rules-for-domain-parkers/…সেখানে তারা বলেছে, Social ট্র্যাফিক ignore করবেন। কারন, এতে ফেক ক্লিক বেশি পড়ে। আর others website Redirected ট্র্যাফিক নিষিদ্ধ ফেক ক্লিক এবং স্পামিং করলে অবশ্যই ব্যান হবে… যতো বেশি সম্ভব Social ট্র্যাফিক এড়িয়ে চলবেন ততোই ভালো। মনে রাখবেন এভারেজে ২০ %-৩০ % এর উপরে যেন Social ট্র্যাফিক না আসে। আর পার্ক করা ডোমেইন এর মার্কেটিং এর জন্য আগে অবশ্যই On Page টা করে মিনিমাম ১ মাস এসইও করবেন এবং পরবর্তীতে Off Page SEO করে ট্র্যাফিক আনতে পারেন। এই ক্ষেত্রে আমি সাজেস্ট করবো Web 2.0 , Article Marketing & Blog commenting করে ট্র্যাফিক আনা সবচেয়ে নিরাপদ। ধন্যবাদ

প্রশ্ন ৯. কিভাবে আমি ডোমেইন দ্রুত সেল করতে পারি ?

উত্তরঃ ডোমেইন এর নাম ভালো Keywords এর হলে এবং রেগুলার টার্গেট ট্র্যাফিক থাকলে বিক্রির সম্ভবনা অনেক বেশি। তবে দামটা অবশ্যই মানুষের আয়ত্তের ভিতরে সিলেক্ট করে দিবেন। আরও দ্রুত সেল করার জন্য সাজেস্ট করবো , নিচের লিঙ্ক টি দেখে নিতে পারেন —  Sedo Premium Service >>> https://sedo.com/us/sell-domains/promote-domains/…

প্রশ্ন ১০. ডোমেইন পার্ক করলে কি সুবিধা পাওয়া যাবে? এর মাধ্যমে কি বেশি আর্ন করা যাবে নাকি শুধু সাইট বিক্রি করাই মূল উদ্দেশ্য??

উত্তরঃ ডোমেইন পার্ক করে মোটামুটি অনেক সুবিধাই পাবেন। সবচেয়ে বড় সুবিধা হচ্ছে কোন রকম ঝামেলা ছাড়াই Google Ads ইউস করতে পারবেন। আর আয় নির্ভর করবে, আপনার পাঠানো ট্রাফিকের উপরে। একই উত্তর অ্যাডসেন্স এর মতোই আয় করতে পারবেন অ্যাডসেন্স ৬৮ % আর Sedo তে ৫৫ % + আর এটা নির্ভর করবে আপনার ট্রাফিকের উপরে। গড়ে ১০০০ এশিয়ান ট্র্যাফিক থেকে ২-৩ ডলার আয় করতে পারবেন। আর ১০০০ US, UK, Au, Canada এই সব দেশের ট্র্যাফিক থেকে ১০-৩০ ডলার আয় করতে পারবেন। হাই পেয়িং অ্যাড শো হলে আরও কম – বেশিও হতে পারে। আর সাইট যদি ভালো দাম উঠে, তাহলে বিক্রি করে দিতে পারবেন। ধন্যবাদ

প্রশ্ন ১১. ১)Affiliate লিঙ্ক থাকা অবস্থায় কোন ডোমেইন যদি Sedo তে পার্ক করা হয় তাহলে কি কোন প্রব্লেম হবে? ২)Sedo তে পার্ক করা ডোমেইন কি auto SEO করা থাকে?

উত্তরঃ উত্তর ১)কোন সমস্যা হবে না কারন, আপনার Affiliate সাইটই তো থাকবে না ভাই।

উত্তর ২)ডোমেইন পার্ক করা হচ্ছে, আপনার ডোমেইন ৩য় পক্ষ কোন কোম্পানির কাছে বিক্রির উদ্দেশে লিজ দেওয়া। আর যতদিন আপনার ডোমেইন কাঙ্খিত দামে বিক্রি না হবে, ততদিন ঐ ডোমেইন এ“গুগল অ্যাড“ দেখাবে। এই অ্যাড থেকে আয়ের নির্দিষ্ট পরিমান ১ টা অংশ ডোমেইন এর মালিককে দেওয়া হবে।example : SongspkBD.Com আপনার সাইট এইরকম হয়ে যাবে। আর আগের কোন কিছুই থাকবে না। আর Sedo পার্ক ডোমেইন এর এসইও করে না। আপনার ডোমেইন আপনার নিজেরই এসইও করতে হবে। ধন্যবাদ

প্রশ্ন ১২. ডোমেইন কেনার পর Sedo  তে পার্ক করার আগে/ পরে  কিভাবে on page seo করব?
উত্তরঃ ডোমেইন Sedo তে পার্ক করার পড়ে এইটুকু On Page Optimization করতে পারবেন। তবে, এটা হচ্ছে Ads Optimization…. এসইও On Page না… আর On Page SEO + Off Page SEO করার জন্য সাইট 2-3 রানিং রেখে, তারপর পার্ক করাটাই বেশি লাভজনক…

প্রশ্ন ১৩. Domain পার্ক করার আগে সাইটের পজিশন কেমন থাকা দরকার? পার্ক করার জন্য কি কি জিনিস মানতে হবে (যদি কোন রুল থাকে), কিভাবে পার্ক করব? যদি বাংলাতে কোন রিসোর্স থাকে তাহলে তা দিতে অথবা না থাকলে এব্যাপারে যদি একটি ভিডিও হাতে কলমে বানান হত তাহলে খুবই উপকৃত হতাম !

উত্তরঃ ডোমেইন পার্ক করা কঠিন কিছু না। খুবি সহজ… Sedo তে সাইন আপ করবেন। তারপর ভেরিফাই করে ডোমেইন অ্যাড করবেন। অবশেষে Sedo থেকে দেওয়া ২ টা Name Server আপনার Domain Control panel এ সেট করবেন। হয়ে গেল পার্ক করা… আর পার্ক করা ডোমেইন এর এসইও নিয়ে আগের প্রশ্নের উত্তরে কিছু বলেছি , তার পর ও আবার দেখে নেন— প্রথমে একটু কষ্ট করে Sedo ট্র্যাফিক পলিসিটা নিজ দায়িত্তে পড়ে নিবেন।https://sedo.com/…/policies/rules-for-domain-parkers/… সেখানে তারা বলেছে, Social ট্র্যাফিক ignore করবেন। কারন, এতে ফেক ক্লিক বেশি পড়ে। আর others website Redirected ট্র্যাফিক নিষিদ্ধ ফেক ক্লিক এবং স্পামিং করলে অবশ্যই ব্যান হবে… যতো বেশি সম্ভব Social ট্র্যাফিক এড়িয়ে চলবেন ততোই ভালো। মনে রাখবেন এভারেজে ২০ %-৩০ % এর উপরে যেন Social ট্র্যাফিক না আসে। আর পার্ক করা ডোমেইন এর মার্কেটিং এর জন্য আগে অবশ্যই On Page টা করে মিনিমাম ১ মাস এসইও করবেন এবং পরবর্তীতে Off Page SEO করে ট্র্যাফিক আনতে পারেন। এই ক্ষেত্রে আমি সাজেস্ট করবো Web 2.0 , Article Marketing & Blog commenting করে ট্র্যাফিক আনাটাই সবচেয়ে নিরাপদ।ফ্রী টাইমে অবশ্যই ১ টা বিস্তারিত পোস্ট করবো Rubelsbs.Com এ আর এটা Adsense & Domain Parking গ্রুপের সবার সাথেই শেয়ার করবো ইনশাআল্লাহ্‌….. ধন্যবাদ। আপাতত  Domain Parking এর এই টিউটরিয়াল টা দেখে নিতে পারেন– Domain Parking: How to Enter your domains for Domain Parking now. You just need to complete 4 steps to start earning money with your unused domains. Domain Parking is completely free of charge and easy to set up.On this page, we will show you how to set up Domain Parking with Sedo.https://sedo.com/us/park-domains/domain-parking-tutorial/

প্রশ্ন ১৪. Professional হিসাবে Domain Parking কি করা সম্ভব?
উত্তরঃ অবশ্যই সম্ভব।

প্রশ্ন ১৫. ডোমেইন পারকিং থেকে কি পরিমান আয় করা সম্ভব?

উত্তরঃ একই উত্তর অ্যাডসেন্স এর মতোই আয় করতে পারবেন অ্যাডসেন্স ৬৮ % আর Sedo তে ৫৫ % + আর এটা নির্ভর করবে আপনার ট্রাফিকের উপরে। গড়ে ১০০০ এশিয়ান ট্র্যাফিক থেকে ২-৩ ডলার আয় করতে পারবেন। আর ১০০০ US, UK, Au, Canada এই সব দেশের ট্র্যাফিক থেকে ১০-৩০ ডলার আয় করতে পারবেন। হাই পেয়িং অ্যাড শো হলে আরও কম – বেশিও হতে পারে। ধন্যবাদ

প্রশ্ন ১৬. Sedo তে পার্ক করা  Domain এর জন্য কেমন ট্র্যাফিক নিরাপদ ?

উত্তরঃ প্রথমে একটু কষ্ট করে Sedo ট্র্যাফিক পলিসিটা নিজ দায়িত্তে পড়ে নিবেন। সেখানে তারা বলেছে, Social ট্র্যাফিক ignore করবেন। কারন, এতে ফেক ক্লিক বেশি পড়ে। আর others website Redirected ট্র্যাফিক নিষিদ্ধ ফেক ক্লিক এবং স্পামিং করলে অবশ্যই ব্যান হবে… যতো বেশি সম্ভব Social ট্র্যাফিক এড়িয়ে চলবেন ততোই ভালো। মনে রাখবেন এভারেজে ২০ %-৩০ % এর উপরে যেন Social ট্র্যাফিক না আসে। আর পার্ক করা ডোমেইন এর মার্কেটিং এর জন্য আগে অবশ্যই মিনিমাম ১ মাস এসইও করবেন এবং পরবর্তীতে Off Page SEO করে ট্র্যাফিক আনতে পারেন। এই ক্ষেত্রে আমি সাজেস্ট করবো Web 2.0 , Article Marketing & Blog commenting করে ট্র্যাফিক আনা সবচেয়ে নিরাপদ। ধন্যবাদবিস্তারিত এখানে — https://sedo.com/…/policies/rules-for-domain-parkers/…

প্রশ্ন ১৭. নতুন ডোমেইন কিনে কি Sedo তে পার্ক করা সম্ভব? একটি অ্যাকাউন্ট দিয়ে Sedo তে কতগুলো ডোমেইন পার্ক করা যায়?
উত্তরঃ  হা নতুন ডোমেইন পার্ক করা যাবে। একটি Sedo একাউন্টে Maximum ২০০ টা ডোমেইন পার্ক করা যায়। ধন্যবাদ

প্রশ্ন ১৮. সিডো তে কি ফ্রি ডোমেইন পার্ক করা যাবে? কিভাবে পার্ক করে?

উত্তরঃ দুঃখিত ভাইয়া… Sedo হচ্ছে ডোমেইন কেনা বেচার মার্কেট প্লেস। ফ্রী ডোমেইন কি আর বিক্রি করতে পারবেন ? যতদিন ডোমেইন বিক্রি না হবে, ততদিন ঐ ডোমেইন এ Ads দেখাবে। আর ঐ Ads এর ৫৫+ ডোমেইন এর মালিক পাবে। যদিও একসময় দেখতাম .co.cc ডোমেইন ফ্রী পার্ক হতো। এখন সম্ভবত হয় না। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।

পোষ্টটি সংগ্রীহিত