ব্লগার , অতিথি অথবা লেখক পাঠক আশা করি সবাই ভাল আছেন ।শীতের কুয়াচ্ছন্ন রাতে কম্বলের নিচে ঘুমাতে কি যে ভাল লাগে তা বুজানো যায় না :) । সবাইকে শীতের শুভেচ্ছা জানিয়ে আজকের টপিক শুরু করা যাক । মোটামুটি নেট এবং ওয়েব সাইট সম্পর্কে জানেন এই রকম সবার ওয়েব হোস্টিং সম্পর্কে বেসিক ধারনা হলেও আছে ।আজকে আমি একটা অফার সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো । এর আগে আমরা জেনে নেই ফ্রি এবং প্রিমিয়াম হোস্টিং মধ্যে মূল পার্থক্যগুলি ।

ফ্রি এবং প্রিমিয়াম হোস্টিং মধ্যে মূল পার্থক্যঃ

১) ফ্রী হোস্টিং এ আপনার সাইটের কোন নিশ্চয়তা থাকে না ,যেকোন সময় সাইট ডিলিট,সাসপেন্ড করে দিতে পারে যা প্রিমিয়াম হোস্টিং এ হয় না ।
২)আপনার সাইট যদি ফ্রী হোস্টিং ভালই চলে তাহলে দেখবেন মাঝে মাঝে (২৪ ঘন্টার ভিতরে মিনিমাম ৮-১০ বার ) ওদের সাইটে রিডাইরেক্ট করবে । যা প্রিমিয়াম হোস্টিং এ হয় না । এইটা মাঝে মাঝে আপনিও বুজতে পারবেন না কারন আপনিতোঁ ২৪ ঘন্টা আপনার সাইটে থাকেন না :P
৩)অনেক ফ্রী হোস্টিং এ শর্ত ই থাকে যে ফুটারে তাদের একটা এড থাকবে সব সময় যা প্রিমিয়াম এ হয় না ।
৪) ফ্রী হোস্টিং আপনাকে কোনদিন ৯৯.৯৯% আপটাইম গ্যারান্টি দিবে না যা প্রিমিয়াম হোস্টিং এ দিয়ে থাকে
৫)আর সাপোর্ট,বেকআপ ইত্যাদি ফ্রী হোস্টিং দেয় না বললেই চলে :P যা প্রিমিয়াম হোস্টিং এর প্রধান ফিচার
৬) আর ফ্রী হোস্টিং লিনাক্স ব্যবহার করে না তারা উইন্ডোজ হোস্টিং দিয়ে থাকে । কিন্তু প্রিমিয়াম হোস্টিং বেশিরভাগ কম্পানীই লিনাক্স হোস্টিং দিয়ে থাকে যা খুব সিকিউর । লিনাক্স এর মধ্যে কোয়াড কোর এর লিনাক্স হোস্টিং আরও ভাল ।

যা হোক আরও অনেক পার্থক্য আছে জাস্ট প্রধানগুলি বললাম ।

এখন আশা যাক ১০০ মেগাবাইট ফ্রী হোস্টিং সম্পর্কেঃ

এইটা কোন ফ্রী হোস্টিং প্রধানকারী কম্পানী না । জাস্ট বিজয়ের মাস উপলক্ষে ওরা বিগেনারদের কে ১০০ মেগাবাইট স্পেস এবং ২ গিগা বেন্ডউইথ সিপেনেলসহ ফ্রী দিচ্ছে , যা কোন বিগেনার মানি যারা মাত্র ওয়েবসাইট বানানোর কথা ভাবছেন তাদের জন্য একটা টারনিং পইয়েন্ট হতে পারে । এইটা নিঃসন্দেহে বলা যায় যে অন্তত্য ফ্রী হোস্টিং থেকে শতগুন ভাল হবে ।আবার যেহেতু এইটা বাংলাদেশি কম্পানী সেহেতু খুব সহযে ফোন ,চ্যাট , টিকেটে অথবা স্কাইপিতে সাপোর্ট পাবেন ।

এই অফারের প্রধান ফিচারগুলিঃ

১)100MB Storage
২)2GB Bandwidth
৩)Cpanel & Auto Installer
৪)24/7 Free Support
৫)Free Offsite Backup
৬)99.9% Server Uptime
৭)SEO Submission
৮)Social Apps

কীভাবে অরডার করবেন?

১) প্রথমে এখানে ক্লিক করে অরডার করুন । লগিন করে প্রোফাইলে যেয়ে সব তথ্য ঠিকভাবে পূরন করুন ।
তার পর এখানে ক্লিক করে এই ফ্রমটা পূরন করে সাবমিট করুন । অবশ্যয় মনে রাখবেন দুইটার সাবমিটেট তথ্য যাতে একই হয় ।

২) অরডার করার সময় অবশ্যয় প্রমোশনাল কোড দিবেন OJ541LKNY3

৩)তারপর অর্ডার নাম্বারটা ঐ ২য় ফ্রমটা পূরন করার সময় দিবেন যেমন এইরমক আসবেঃ Your Order Number is: 6632815078

এই অফারের নিয়ম কানুনঃ

১)একাউন্ট একটিভের জন্য অবশ্যয় ভেরিফাই ফেসবুক আইডি (মানি আপনার ফেসবুক আইডি) দিবেন ।
২)আপনার নিজের মোবাইল নাম্বার দিবেন ।
৩) স্কাইপি দিতে পারলে ভাল হবে ।
৫)টপ লেভেল ডোমেইন হতে হবে না হয় ফ্রী একাউন্ট একটিভ হবে না । ডোমেইন আপনি Coxwebhost থেকেও নিতে পারেন অথবা আপনার আগের নিজস্ব ডোমেইন থাকলেও হবে ।
৬) তারপর একাউন্ট সাবমিট করে দিন । ৪৮ ঘন্টার ভিতর একাউন্ট একটিভ হইয়ে যাবে (অবশ্য ১২ ঘন্টার ভিতরেই হয়ে জায় )
৭)আর প্লাস পয়েন্ট হচ্ছে যেকোন সময় আপনি আপনার হোস্টিং আপগ্রেড করে পেকেজ পাল্টানোর রিকুয়াস্ট করতে পারেন যদি আপনার ভাল লাগে । জাস্ট সাপোর্টে একটা টিকেট করলেই করে দিবে ।
৮)অফার চলবে পুরা ডিসেম্বর মাস পর্যন্ত (১০০ একাউন্ট লিমিট)

সাপোর্ট সেন্টার গুলিঃ

✉ ২৪/৭ টিকেট সিস্টেম (যেকোন সমস্যায় টিকেট পাঠান )
✉ ২৪/৭ লাইভ চ্যাট (সরাসরি লাইভ চ্যাট করুন সাপোর্ট ডিপার্টমেন্টের সাথে)
✉ ২৪/৭ স্কাইপি (স্কাইপিতে যোগাযোগ করুন alamgirkhan012)
☎ ২৪/৭ Whatsapp (২৪ ঘন্টা Whatsapp সাপোর্ট পেতে নাম্বার এড করুন ০১৬২৪-৬০৩০১২)
☎ সরাসরি ০১৬৮০-৬৮৪৮৩৬

যেহেতু ১০০ গ্রাহককে দেওয়া হবে সেহেতু যেকোন মূহর্তে লিমিট শেষ হয়ে যেতে পারে তাই এখনই অরডার করুন । আমার অনেক ফ্রেন্ড ইতোমধ্যে নিয়ে নিয়েছে । সবার শুভ কামনা করে এখানেই আমার আজকের পোস্ট শেষ করছি , ধন্যবাদ সবাইকে ।

 

ভাল লাগলে আমার সাইট থেকে ঘুরে আসার আমন্ত্রন রইলোঃ
অনলাইন বাংলা নিউজ পোর্টাল Livenews71.Com
হোস্টিং ওয়েবসাইট Coxwebhost.Com
আমার ফেসবুকঃ মোঃ আলমগীর হোসেন