পর্ব-০১ :  কিভাবে নতুন একটি ব্লগস্পট ব্লগ তৈরী করতে হয়?

 একটি ব্লগ বা ওয়েবসাইট তৈরী করতে আপনার যা প্রয়োজন:- *    একটি জিমেইল একাউন্ট। *   একটি ইন্টারনেট সংযুক্ত ডিভাইস (ল্যাপটপ/ট্যাবলেট/মোবাইল/পিসি ইত্যাদি) *   ব্লগের উদ্দেশ্য অনুযায়ী বাছাইকৃত নাম।

আপনি যদি ব্লগস্পটে একটি ব্লগ বা ওয়েবসাইট তৈরী করতে চান তাহলে আপনাকে ৫ টি ধাপে কাজ করতে হবে। বিস্তারিত ভাবে ধাপগুলি আলোচনা করা হয়েছে। সেগুলো জানতে এখানে ক্লিক করুন। এখানে বিস্তারিত লিখবার সময় পেলাম না। তাই একটু কষ্ট করে এখান থেকে দেখে নিন।

আপনার যদি এই টিউনটি ভলো লেগে থাকে তাহলে অবশ্যই মন্তব্য করে জানাবেন্ আপনার মন্তব্যের অপেক্ষায় রইলাম। যদি এই রকম আরও অজানা কিছু জানার প্রয়োজন হয় তাহলে এই সাইটটি ঘুরে আসতে পারেন। আপনার অনেক কাজে আসতে পারে।

এছাড়া সময় পেলে আমার সাইট টি ভিজিট করুন।
আপনার ভিজিট আমাকে অনুপ্রেরণা যোগায়।
ধন্যবাদ।