আজকে আমি আপনাদের কে ছোট্ট একটি টিপস দেবো । টিপস টি হল এই যে , আমারা আগে টেম্পলেটে প্রবেশ করে Edit HTML  এ ক্লিক করলে নীচের চিত্রের মতো বক্স আস্ত । চিত্র দেখুন >

 

* কিন্তু ব্লগার সেটি পরিবর্তন করে একটি নতুন রূপ দিয়েছে । আগে Expand Widget Templates এ ক্লিক করতে হতো কিন্তু এখুন আর সেটার দরকার নাই , নীচের চিত্রে দেখুন >

olkjoklds

* সেই জন্য সবাই কে বলছি নীচের মতো দেখে ভয় পাবেন না , কাজ একি । চাইলে নীচের ভিডিও টি দেখতে পারেন । আজকের মতো এই পর্যন্ত ভাল থাকবেন । আল্লা হাফেজ।
* পোস্ট টি আমার দ্বারা পূর্বে প্রকাশিত এখানে 
* আর যারা ইতি মধ্যে ব্লগার দিয়ে নিজের ব্লগ বানানো সম্পূর্ণ করে পোস্ট করার শুরু করেছেন , তাদেরকে বলছি আপনারা চাইলে এখান থেকে ওয়েডগেট ব্যবহার করে আপনার ব্লগকে সাজাতে পারেন । কারণ আমি এই ব্লগে প্রথম থেকে শুরু করেছি তাই সেই সব ওয়েডগেট শেয়ার করতে একটু দেরি হবে ।
* আজকের মতো এই পর্যন্ত ভাল থাকবেন ।