এটি 28 পর্বের ব্লগার টিউটোরিয়াল বিষয়ক টিউনের 9 পর্ব

hjkhkuuiku

আল্লার নাম নিয়ে আজের এই পোস্ট শুরু করছি ।আশাকরি আপনারা সবাই ভাল আছেন , আমিও আপনদের দোয়াতে খুব খুব ভাল আছি । সে যাই হোক আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজে আপনার ব্লগার ব্লগে একটি ফেসবুক কমেন্ট বক্স যুক্ত করবেন । এর জন্য আমার নীচের টিপস গুল একটু লক্ষ করুন ।

 

* প্রথমে আপনার ব্লগার লগ অন করুন , তারপর ড্যাশবোর্ড থেকে Template এ ক্লিক করুন ,তারপর Edit html এ ক্লিক করুন ,তারপর Expand Widget Templates এই বক্স টিতে ঠিক দিন । নীচের চিত্রে দেখুন

 

Untitled

 

* এবার Ctrl+f প্রেস করুন এবং  <data:post.body/> এই টি সার্চ করুন  এবং তার ঠিক নিচে নীচের কোড টি কপি করে পেস্ট করুন ।

 

 

<h3>Post Comment</h3>
<div id='fb-root'/><script src='http://connect.facebook.net/en_US/all.js#xfbml=1'/><fb:comments expr:href='data:post.url' num_posts='5' width='500'/>

* এবার Save এ ক্লিক করে বেরিয়ে আসুন । কাজ শেষ , এবার আপনার ব্লগের পোস্টে পরীক্ষা করে নিন । দেখবেন কমেন্ট বক্স যুক্ত হয়ে গেছে । দেখলেন তো কত সোজা ।

* এই বিষয়ে কোন জিজ্ঞাসা থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি যথা সাধ্য চেষ্টা করবো আপনাদের হেল্প করতে । আশাকরি কোন অসুবিধা হবে না ।

* সমায় পেলে আমার এই ব্লগ সাইট টি থেকে একবার ঘুরে আসতে পারেন >> www.asobondhu.blogspot.com আর আমার একটি ফেসবুক পেজ আছে একবার ঘুরে আসতে পারেন ।

আমার ফেসবুক পেজ

* আজকের মতো এই পর্যন্ত  ভাল থাকবেন । আবার দেখা হবে অন্য কিছু নিয়ে ।

*আল্লা হাফেজ*

 

Series Navigation<< ব্লগার ব্লগ দিয়ে নিজের একটি সম্পূর্ণ ব্লগ তৈরী করুন [পর্ব-০৮] :: যুক্ত করুন দারুন একটি Twitter Follow me বাটনব্লগার ব্লগ দিয়ে নিজের একটি সম্পূর্ণ ব্লগ তৈরী করুন [পর্ব-১০] :: পোস্ট করার নিয়ম >>