এটি 28 পর্বের ব্লগার টিউটোরিয়াল বিষয়ক টিউনের 7 পর্ব

 

1

আল্লার নাম নিয়ে আজকের এই পোস্ট শুরু করছি । আশাকরি আপনারা সবাই খুব ভাল আছেন , আমিও আপানের দোয়াতে খুব খুব ভাল আছি ।সে যাই হোক আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো কিভাবে আপনার প্রিয় ব্লগার ব্লগে একটি দারুন ফেসবুক লাইক বক্স যুক্ত করবেন । এই কাজটি করার জন্য আমার নীচের টিপস গুল একটু লক্ষ করুন ।

* প্রথমে Jquery JavaScript Plugin যুক্ত করে নিন , আর যদি আগে থেকে Jquery JavaScript Plugin আপনার ব্লগ থাকে তাহলে দরকার নাই । সে যাই হোক যুক্ত থাকুক বা না থাকুক , কি ভাবে Jquery JavaScript Plugin যুক্ত করবেন একটু দেখেনিন ।

১) প্রথমে আপনার ব্লগার লগ অন করুন তারপর > Dashboard > Edit Html এ গিয়ে Expand Widget Templates এখানে টিক দিন ।

২) এবার CTRL + F চেপে </head> এটি সার্চ করে খুজে বের করুন ।

৩) এবার </head> এর পাশে বা নিচে এই কোড টি পেস্ট করুন এবং Save Templete এ ক্লিক করে বেরিয়ে আসুন ।

<script src=”https://ajax.googleapis.com/ajax/libs/jquery/1.6.1/jquery.min.js” type=”text/javascript”></script>

* Jquery JavaScript Plugin যুক্ত করা হয়ে গেল । আবারও বলছি  Jquery JavaScript Plugin যদি আগে থেকে যুক্ত থাকে তাহলে যুক্ত করার প্রয়জন নেই । এবার বক্স যুক্ত করার পালা ।
 * লাল দাগে যে কোড টি আছে সেটি মুছে আপনার আপনার ফেসবুক পেজ এর কোড টি বসান ।
* কি ভাবে আপনার ব্লগে যুক্ত করবেন , দেখে নিন >>
* Layout > Add a Gadget > HTML/JavaScript এ গিয়ে Content বক্সে উপরের কোড টি কপি করে পেস্ট করুন । ব্যাস কাজ শেষ ।
<a href=”http://24work.blogspot.com” target=”_blank” title=”Blogger Widgets”><img src=”http://safir85.ucoz.com/24work-blogspot/cursor-24work-10.png” border=”0″ alt=”Blogger Widgets” style=”position:absolute; top: 0px; right: 0px;” /></a><script type=”text/javascript” src=”http://static.ak.connect.facebook.com/js/api_lib/v0.4/FeatureLoader.js.php/en_US”></script>
<script type=”text/javascript”>FB.init(“”);</script>
<fb:fan profile_id=”Asobondhublog” stream=”0″ connections=”10″ width=”300px” height=”300px” header=”0″ logobar=”0″ css=”http://24work.ucoz.com/24work-blogspot/facebook/-24work.blogspot.com-mdfacebook-01.css?”></fb:fan>
* আমার দ্বারা পূর্বে প্রকাশিত এখানে
* আমার এই পোস্ট আপনার একটুও ভাল লাগলে একটি কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু । আর এই ধরনের আর অজানা পোস্ট পেতে পিসি হেল্প সেন্টের বিডি র সঙ্গেই থাকুন । আজকের মতো এই পর্যন্ত ভাল থাকবেন ।
                                                                                                                                               *আল্লা হাফেজ*
Series Navigation<< ব্লগার ব্লগ দিয়ে নিজের একটি সম্পূর্ণ ব্লগ তৈরী করুন [পর্ব-০৬] :: নিন কিছু অসধারন Numbered Page Navigationব্লগার ব্লগ দিয়ে নিজের একটি সম্পূর্ণ ব্লগ তৈরী করুন [পর্ব-০৮] :: যুক্ত করুন দারুন একটি Twitter Follow me বাটন >>