বন্ধুরা সবাই কেমন আছেন আশাকরি সবাই খুব ভাল ও সুস্থ আছেন পিসি হেল্পসেন্টার বিডি তে ব্লগার নিয়ে অনেক দিন পর পোস্ট লিখছি আশাকরি আপনাদের আমাকে মনে আছে 😀 যাই হোক মনে থাক বা না থাক আপনাদের কথা আমার মনে আছে তাই আজকের এই পোস্ট লিখতে বসে পড়লাম । আমি টাইটেলে বলেছি কিভাবে আপনার ব্লগার ব্লগে একটি রিসেন্ট কমেন্ট ওয়েডগেট যুক্ত করবেন এটা সত্যি খুবি মজার ও কাজের একটি ওয়েডগেট কারন এটার দ্বারা আপনি খুব সহজে আপনার ব্লগ ড্যাশবোর্ড লগইন না করেও আপনার ব্লগ থেকেই কে কে কমেন্ট করলি সেটা বুঝতে পারবেন । তাহলে চলুন শুরু করা যাক ।

 

 

 

Screenshot_11

 

 

 

কিভাবে যুক্ত করবেন ?

 

  • প্রথমে আপনার ব্লগার ব্লগ লগইন করুন ড্যাশবোর্ড থেকে Layout এ ক্লিক করুন ।
  • এবার Add a Gadget এ ক্লিক করুন এবং HTML/Javascript এ ক্লিক করুন ।
  • এবার টাইটেল ঘরে কিছু লিখে contenet ঘরে নিচের কোড গুল কপি পেস্ট করুন ।

 

 

<style>
.JASON-Montobbo
{
width: 98%;
margin-left: 7px;
margin-bottom: 7px;
word-wrap:break-word;
float:none;
}
#comment {
font:normal 100% Tahoma,Verdana,Arial,Sans-Serif;
margin:0px 0px;
padding:10px 10px;
color:#000;
border:4px solid #eeeeee;
-webkit-box-shadow:inset 0px 0px 2px #000;
-moz-box-shadow:inset 0px 0px 2px #000;
box-shadow:inset 0px 0px 2px #000;
}
#comment ul {
margin:0px 0px;
padding:0px 0px;
}
#comment ul li {
border-bottom:2px dashed #eeeeee;
padding:3px 0px;
list-style:none;
}
#comment ul li b a,
#comment ul li b a:link,
#comment ul li b a:visited,
#comment ul li b {
color:#333333;
text-shadow:0 1px 1px rgba(0,0,0,0.4);
}
#comment ul li b:before {
content: url(http://2.bp.blogspot.com/-k1bhjiL3IrA/VNCneGLGXFI/AAAAAAAAJY0/y3TXQSTTIV0/s1600/JSONComment%2Bwww.bloggerspice.com.png);
margin:0px 4px 0px 0px;
display:inline-block;
*display:inline;
vertical-align:middle;
}
</style>
<div class=”JASON-Montobbo”>
<script type=”text/javascript”>
var numcomment = 5,
numcharacter = 150,
home_page = “http://esobondhu.com/“;
</script>
<script type=’text/javascript’>
//<![CDATA[
/* Blogger Quick JSON Search Result by www.bloggerspice.com*/
function displaycomment(json) {
document.write(‘<div id=”comment”><ul>’);
var entry, urlcomment, contcomment, showcomment;
for (var i = 0; i < numcomment; i++) {
entry = json.feed.entry[i];
if (i == json.feed.entry.length) break;
for (var k = 0; k < entry.link.length; k++) {
if (entry.link[k].rel == ‘alternate’) {
urlcomment = entry.link[k].href;
break
}
}
urlcomment = urlcomment.replace(“#”, “#comment-“);
if (“content” in entry) {
contcomment = entry.content.$t
} else if (“summary” in entry) {
contcomment = entry.summary.$t
} else {
contcomment = “”
}

var re = /<\S[^>]*>/g;
contcomment = contcomment.replace(re, “”);
if (contcomment.length > numcharacter) {
contcomment = contcomment.substring(0, numcharacter) + “…”;
}
document.write(‘<li>’);
document.write(‘<b><a rel=”nofollow” href=”‘ + urlcomment + ‘”>’ + entry.author[0].name.$t + ‘</a>: </b>’);
document.write(‘<span class=”cont”>’ + contcomment + ‘</span>’);
document.write(‘</li>’);
}
document.write(‘</ul></div>’);
}
document.write(‘<scr’ + ‘ipt src=”‘ + home_page + ‘/feeds/comments/default?redirect=false&alt=json-in-script&callback=displaycomment”><\/script>’);
//]]>
</script>
</div>

 

 

উপরের কোড থেকে esobondhu.com মুছে সেখানে আপনার ব্লগ URL বসান এবং উপরের কোড থেকে কালার দিয়ে ঘিরা নাম্বার মুছে আপনার দরকার মত নাম্বার দিন ।

 

সব শেষ এবার Save এ ক্লিক করে বেরিয়ে আসুন আপনার ব্লগ ভিজিট করে দেখুন আশাকরি কাজটি করতে সফল হয়েছেন । কোন রকম সমস্যা হলে নিচে কমেন্ট করুন । ভাল থাকবেন সুস্থ থাকবেন ।

 

আমি আছি : আমার ব্লগেফেসবুক