ব্লগার ব্লগে যুক্ত করুন রিসেন্ট কমেন্ট ওয়েডগেট !! নতুন ২০১৫ স্টাইল !!
MD Aslam parvez | ১,৭৪১ বার পঠিত | ফেব্রুয়ারী ১০, ২০১৫ | ব্লগার | ২ | ৩:২৩ PM |
বন্ধুরা সবাই কেমন আছেন আশাকরি সবাই খুব ভাল ও সুস্থ আছেন পিসি হেল্পসেন্টার বিডি তে ব্লগার নিয়ে অনেক দিন পর পোস্ট লিখছি আশাকরি আপনাদের আমাকে মনে আছে 😀 যাই হোক মনে থাক বা না থাক আপনাদের কথা আমার মনে আছে তাই আজকের এই পোস্ট লিখতে বসে পড়লাম । আমি টাইটেলে বলেছি কিভাবে আপনার ব্লগার ব্লগে একটি রিসেন্ট কমেন্ট ওয়েডগেট যুক্ত করবেন এটা সত্যি খুবি মজার ও কাজের একটি ওয়েডগেট কারন এটার দ্বারা আপনি খুব সহজে আপনার ব্লগ ড্যাশবোর্ড লগইন না করেও আপনার ব্লগ থেকেই কে কে কমেন্ট করলি সেটা বুঝতে পারবেন । তাহলে চলুন শুরু করা যাক ।

কিভাবে যুক্ত করবেন ?
- প্রথমে আপনার ব্লগার ব্লগ লগইন করুন ড্যাশবোর্ড থেকে Layout এ ক্লিক করুন ।
- এবার Add a Gadget এ ক্লিক করুন এবং HTML/Javascript এ ক্লিক করুন ।
- এবার টাইটেল ঘরে কিছু লিখে contenet ঘরে নিচের কোড গুল কপি পেস্ট করুন ।
<style>
.JASON-Montobbo
{
width: 98%;
margin-left: 7px;
margin-bottom: 7px;
word-wrap:break-word;
float:none;
}
#comment {
font:normal 100% Tahoma,Verdana,Arial,Sans-Serif;
margin:0px 0px;
padding:10px 10px;
color:#000;
border:4px solid #eeeeee;
-webkit-box-shadow:inset 0px 0px 2px #000;
-moz-box-shadow:inset 0px 0px 2px #000;
box-shadow:inset 0px 0px 2px #000;
}
#comment ul {
margin:0px 0px;
padding:0px 0px;
}
#comment ul li {
border-bottom:2px dashed #eeeeee;
padding:3px 0px;
list-style:none;
}
#comment ul li b a,
#comment ul li b a:link,
#comment ul li b a:visited,
#comment ul li b {
color:#333333;
text-shadow:0 1px 1px rgba(0,0,0,0.4);
}
#comment ul li b:before {
content: url(http://2.bp.blogspot.com/-k1bhjiL3IrA/VNCneGLGXFI/AAAAAAAAJY0/y3TXQSTTIV0/s1600/JSONComment%2Bwww.bloggerspice.com.png);
margin:0px 4px 0px 0px;
display:inline-block;
*display:inline;
vertical-align:middle;
}
</style>
<div class=”JASON-Montobbo”>
<script type=”text/javascript”>
var numcomment = 5,
numcharacter = 150,
home_page = “http://esobondhu.com/“;
</script>
<script type=’text/javascript’>
//<![CDATA[
/* Blogger Quick JSON Search Result by www.bloggerspice.com*/
function displaycomment(json) {
document.write(‘<div id=”comment”><ul>’);
var entry, urlcomment, contcomment, showcomment;
for (var i = 0; i < numcomment; i++) {
entry = json.feed.entry[i];
if (i == json.feed.entry.length) break;
for (var k = 0; k < entry.link.length; k++) {
if (entry.link[k].rel == ‘alternate’) {
urlcomment = entry.link[k].href;
break
}
}
urlcomment = urlcomment.replace(“#”, “#comment-“);
if (“content” in entry) {
contcomment = entry.content.$t
} else if (“summary” in entry) {
contcomment = entry.summary.$t
} else {
contcomment = “”
}var re = /<\S[^>]*>/g;
contcomment = contcomment.replace(re, “”);
if (contcomment.length > numcharacter) {
contcomment = contcomment.substring(0, numcharacter) + “…”;
}
document.write(‘<li>’);
document.write(‘<b><a rel=”nofollow” href=”‘ + urlcomment + ‘”>’ + entry.author[0].name.$t + ‘</a>: </b>’);
document.write(‘<span class=”cont”>’ + contcomment + ‘</span>’);
document.write(‘</li>’);
}
document.write(‘</ul></div>’);
}
document.write(‘<scr’ + ‘ipt src=”‘ + home_page + ‘/feeds/comments/default?redirect=false&alt=json-in-script&callback=displaycomment”><\/script>’);
//]]>
</script>
</div>
উপরের কোড থেকে esobondhu.com মুছে সেখানে আপনার ব্লগ URL বসান এবং উপরের কোড থেকে কালার দিয়ে ঘিরা নাম্বার মুছে আপনার দরকার মত নাম্বার দিন ।
সব শেষ এবার Save এ ক্লিক করে বেরিয়ে আসুন আপনার ব্লগ ভিজিট করে দেখুন আশাকরি কাজটি করতে সফল হয়েছেন । কোন রকম সমস্যা হলে নিচে কমেন্ট করুন । ভাল থাকবেন সুস্থ থাকবেন ।
আমি আছি : আমার ব্লগে । ফেসবুক ।
যদি টিউটোরিয়ালটি আপনার কাছে ভালো লাগে Subscribe করতে ভুলবেন না।
আপনি যদি চান আমাদের ওয়েব সাইটে নতুন পোস্ট হওয়ার সাথে সাথে আপনাকে আমরা ইমেইলের মাধ্যমে জানাবো তাহলে Subscribe করুন।
onak den por pelam, amader bule gelen nake?
😀 না না ভুলিনি সব সময় পাশেই আছি