ফটোশপ শিখতে চান? দেখে নিন এডোবি ফটোশপের ইতিহাস (ফ্রী বাংলা টিউটোরিয়াল)
আতিক উল্লাহ | ২,৮৫০ বার পঠিত | এপ্রিল ১৫, ২০১৩ | বাংলা টিউটোরিয়াল | ১ | ৩:৫১ PM |
আসসালামুআলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এডোবি ইলাস্ট্রেটরের পর আমাদের একটা কথাই মনে আসে আর সেটি হলো এডোবি ফটোশপ। আর তাই আমাদের এবারের টিউটোরিয়াল এডোবি ফটোশপ সিএস৬।
শুরুতেই একটু ভূমিকা করে নেই! ফটোশপ ছবি পরিবর্তনের জন্য একটি অসাধারণ সফটওয়্যার। এই টিউটোরিয়াল সিরিজটিতে এডোবি ফটোশপ সিএস৬ এবং এডোবি ব্রিজ নিয়ে কাজ করা হয়েছে। আমি চেষ্টা করেছি প্রতিটি টুলস, ইফেক্ট ও সুবিধা নিয়ে আলোচনা করার জন্য। কতটা পেরেছি, তার বিচার আপনারাই করবেন। দামের কম-বেশি করে এডোবি ফটোশপ সিএস৬ এর দুটি ভার্সন বাজারে ছাড়া হয়। একটি হলো এডোবি ফটোশপ সিএস৬; অপরটি এডোবি ফটোশপ সিএস৬ এক্সটেন্টেড। এডোবি ফটোশপ সিএস৬ এক্সটেন্টেড ভার্সনটিতে 3D, মোশন গ্রাফিক্স ও অ্যাডভান্স ইমেজ এনালাইসিস করার সুবিধা যুক্ত করা হয়েছে। এডোবি ফটোশপের সকল ভার্সনের ইতিহাস নিম্নরূপ:
Version
|
Platform
|
Release date
|
Notes and significant changes
|
---|---|---|---|
0.07
|
Macintosh | January 1988 (not publicly released) |
|
0.63
|
Macintosh | October 1988 | |
0.87
|
Macintosh | March 1989 |
|
1.0
|
Macintosh | February 1990 | |
2.0
|
Macintosh | June 1991 |
|
2.5
|
Macintosh | November 1992 |
|
Windows | |||
IRIX, Solaris | November 1993 | ||
3.0
|
Macintosh | September 1994 |
|
Windows, IRIX, Solaris | November 1994 | ||
4.0
|
Macintosh, Windows | November 1996 |
|
5.0
|
Macintosh, Windows | May 1998 |
|
5.5
|
Macintosh, Windows | February 1999 |
|
6.0
|
Macintosh, Windows | September 2000 |
|
7.0
|
Mac OS ‘Classic’/Mac OS X, Windows | March 2002 |
|
7.0.1
|
Mac OS ‘Classic’/Mac OS X, Windows | August 2002 |
|
CS (8.0)
|
Mac OS X, Windows | October 2003 |
|
CS2 (9.0)
|
Mac OS X, Windows 2000 / XP | April 4, 2005 |
|
CS3, CS3 Extended (10.0)
|
Universal Mac OS X, Windows XP SP2 or later | April 16, 2007 |
|
CS4, CS4 Extended (11.0)
|
Universal Mac OS X, Windows | October 15, 2008 |
|
CS5, CS5 Extended (12.0)
|
Mac OS X, Windows | April 30, 2010 |
|
CS5.1, CS5.1 Extended (12.1, 12.0.4)
|
Mac OS X, Windows | May 3, 2011 |
|
CS6 (13.0)
|
Mac OS X, Windows | May 7, 2012 (current) |
|
এবার ফাইলের বিভিন্ন ফরমেট ও প্রিন্টিং প্রেসের জন্য উপযোগী করে ফাইল কিভাবে তৈরি করা যায় তা নিয়ে কিছু কথা-বার্তা বলি। বিভিন্ন ফাইল ফরমেটের সুবিধা-অসুবিধা জানার জন্য ডিজিটাল ফোটোগ্রাফি স্কুলের ওয়েবসাইটটি দেখে নিতে পারেন। আর রেজুলেশনের জন্য আমরা সাধারণত তিনটি পদ্ধতি ব্যবহার করে থাকি:

এই তিনটির জন্য আপনারা প্রয়োজনে আরেকটু গুগল মামাকে ডাক দিলে সেই সব বুঝিয়ে দিবে।
এডোবি ফটোশপের বাংলা টিউটোরিয়াল
একদম নতুনদের কথা মাথায় রেখে বিশ পর্বের এডোবি ফটোশপের বাংলা টিউটোরিয়াল সিরিজটি তৈরি করা হয়েছে। পর্যায়ক্রমে প্রায় সবগুলো টুলস ও অপশন নিয়ে আলোচনা করা হয়েছে। যারা এডোবি ফটোশপ শিখতে আগ্রহী, আশা করি এই টিউটোরিয়াল সিরিজটি তাদের জন্য যথেষ্ট কাজে লাগবে।
যদি টিউটোরিয়ালটি আপনার কাছে ভালো লাগে Subscribe করতে ভুলবেন না।
আপনি যদি চান আমাদের ওয়েব সাইটে নতুন পোস্ট হওয়ার সাথে সাথে আপনাকে আমরা ইমেইলের মাধ্যমে জানাবো তাহলে Subscribe করুন।
ধন্যবাদ ভাই আমাদের মধ্যে শেয়ার করার জন্য ।