আসসালামু-আলাইকুম,
আশা করি সবাই ভাল আছেন মহান আল্লাহ্‌র অশেষ দয়ায় আমিও ভাল আছি আর তাই আমি আজকে দেখাব কীভাবে Payza Account করতে হয়। মাননীয় এডমিন ও পাঠকের প্রতি আমার অনুরোধ আমার টিউনে ভুল হলে ক্ষমার চোখে দেখবেন।

Payza Account Sign-up করতে এখানে  Click Here এখানে ক্লিক করুন


এরপর উপ্রেরর পিকচার এর মত পেজ আসবে Get Your Personal Account এখানে ক্লিক করুন (পিকচার এর লাল চিনহিত স্থানে) এরপর Personal  সিলেক্ট করুন। (নিচের ছবির মত করে)

Invest Dollar & Daily Based Earn Money


Create your Payza personal account:

Salutation, First name, Last name, Email Address, এবং Password এই বকস গুলো পুরন করুন। Password অবশ্যই এভাবে হতে হবে Number & Nome যেমন: Love2016, 2015Lost, coST1971 এভাবে। এর পর GET STARTED এ ক্লিক করুন।

আপনার প্রথম ধাপ কমপ্লিট।  Get Started বাটনে ক্লিক করার পর আপনাকে Email Verification লিঙ্ক চলে যাব। এবার নতুন একটি উইন্ড আসবে এখানে TAKE ME HOME এ ক্লিক করুন

প্রাথমিকভাবে আপনার পাজা একাউন্ড চালু হয়ে যাবে। Logout করে বের হয়ে আসুন।  এখন Email চেক করুন দেখবেন একটা Mail এসেছে Payza থেকে Mail  টা  Open করুন এবং Validate my email লিংকে ক্লিক করুন। আপনার একাউন্ট লগইন হলে  Complete profile setup ক্লিক করুন,

আবার GET STARTED ক্লিক করুন।নিচের মত উইন্ড আসবে।

Your industry, Your Job এর ঘরে আপনার পছন্দ মত বসান, তারপর Save and continue ক্লিক করুন, নিচের মত উইন্ড আসবে।


Personal address এ মোবাইল নম্বর ও আপনার বাকি তথ্য গুলো বসান অবশ্যই ID কার্ড অনুযায়ী ঠিকানা দিবেন। কারণ পরে আপনাকে ভোটার ID কার্ড দিয়ে Account Verification  করতে হবে। এর পর Save and continue ক্লিক করুন। নিচের মত উইন্ড আসবে।

Protect Your Account: ফর্ম টি সঠিক ভাবে ফিল আপ করুন  আপনার National ID কার্ড এর সব তথ্যের সাথে মিল রেখে। মনে রাখবেন কোন ভুল তথ্য দিলে কিন্তু একাউন্ট ভেরিফাই হবে না। আপনি Password ভুলে গেলে এই তথ্য লাগবে, Security Question সিলেক্ট করে Answer লিখুন। Date of Barth, Transaction Pin যা ডলার সেন্ড করতে দরকার হবে এবং  Save and finish এ ক্লিক করুন।

যদি You have successfully setup your profile! তাহলে আপনার একাউন্ট রেডি এবার আপনি  Take me home ক্লিক করুন।
কিভাবে Payza একাউন্ট ভেরিফাই করবেন:
একাউন্ট Verify  করার জন্য আপনার Name এর  উপর ক্লিক করুন দেখবেন নিচে একটা Menu  এসেছে এখান থেকে Verification  লেখাতে ক্লিক করুন। তার পর Document Validation ক্লিক করুন।


একাউন্ট ভেরিফাই জন্য, আপনার ন্যাশনাল আইডি কার্ডের সাথে ১টি পাসপোর্ট সাইজের লাগবে।
National ID Card টিক চিহ্ন দিয়ে ID কার্ডের ১ম স্ক্যান কপিটি সিলেক্ট করে দিন। আবার ২য় কপিটি সিলেক্ট করুন। অবশ্যই Jpeg Format এ দিতে হবে। My pictures এ আপনার Photo  Upload করুন।

সবকিছু ঠিক থাকলে Next চাপুন। আপনার আপলোড করা ডকুমেন্টের প্রিভিউ দেখতে পাবেন। সবকিছু ঠিক থাকলে সেন্ড অপশনে ক্লিক করে আপনার রিকোয়েস্টটি সেন্ড করুন।
ভেরিফিকেশন রিকোয়েস্ট দেবার 3-5 দিনের মাঝেই পেজা থেকে রিপ্লাই পাবেন। আপনার আপলোড করা ডকুমেন্ট যদি সঠিক হয় তাহলে পেজা আপনার একাউন্ট ভেরিফাই করে দেবে। তবে যদি আপনার ভেরিফিকেশন রিকোয়েস্ট একসেপ্ট করা না হয় তাহলে পেজা থেকে আপনাকে জানিয়ে দেয়া হবে কি কারনে আপনার রিকোয়েস্ট একসেপ্ট কয়ার সম্ভব হয়নি।