স্ক্যাইপ(Skype) কি এবং Skype একাউন্ট খোলার সহজ নিয়ম।
Intel Mithun | ৪৭৩ বার পঠিত | ডিসেম্বর ২০, ২০১৭ | বাংলা টিউটোরিয়াল | No | ১২:৪৭ AM |
আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভাল আছেন। যাদের skype account আছে বা যারা এর use জানে তাদের জন্য এই post টি নয়।
স্কাইপ একটি অনলাইন ফ্রি “সফটওয়্যার বা প্রোগ্রাম” যার মাধ্যমে এর ব্যবহারকারী নিজের স্কাইপ আইডি থেকে অন্য যেকোনো স্কাইপ ইউজারের সাথে ফ্রি কল, ভিডিও কল,মেসেজ পাঠানো সহ চ্যাটিং করতে পাড়বে তাও আবার সব সময়ের জন্য সম্পূর্ণ ফ্রী। এর কোন লিমিট নেই আপনি যত খুশী তত কথা বলতে পারবেন সম্পূর্ণ ফ্রী। স্কাইপ মোবাইল ও কম্পিউটার দুইটাতেই চলে। যেমন আপনি মোবাইল দিয়ে যে কোন কম্পিউটার বা মোবাইলের স্কাইপে কল দিতে পারবেন,আবার কম্পিউটার দিয়েও যে কোন মোবাইল বা কম্পিউটারের স্কাইপে কল দিতে পারবেন তবে স্কাইপ ব্যবহার করার জন্য আপনার কম্পিউটার ও মোবাইলে ইন্টারনেট কানেকশন থাকতে হবে।
তো বন্ধুরা চলুন Skype একাউন্ট কিভাবে খুলতে হয় দেখে নেই।
ভিডিওটি দেখতে নিচের লিংক এ ক্লিক করুন :
ভিডিওটি ভালো লাগলে এবং নতুন নতুন সব টিউন পেতে আমার চ্যানেলটি অবশ্যয় সাবস্ক্রাইব করে রাখুন।
Please subscribe my channel: http://bit.ly/2ASKFw7
আজ এ পর্যন্তই … সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমার টিউন টি কস্ট করে পড়ার জন্য।
Ads by পিসি হেল্প সেন্টার (বাংলাদেশ)
যদি টিউটোরিয়ালটি আপনার কাছে ভালো লাগে Subscribe করতে ভুলবেন না।
আপনি যদি চান আমাদের ওয়েব সাইটে নতুন পোস্ট হওয়ার সাথে সাথে আপনাকে আমরা ইমেইলের মাধ্যমে জানাবো তাহলে Subscribe করুন।