প্রিয় পাঠক,
আশা করি সবাই ভাল আছেন।
অনেকেই আছেন যারা অনলাইনে টাকা ইনকাম করার পর চিন্তা করেন সেই টাকা কিভাবে উত্তোলোন করবো? অনেক কম্পানী আছে যারা পেজাতে প্রেমেন্ট দিয়ে থাকে। Payza (পেজা) ব্যবহার করে ডলার যদি বাংলাদেশে নিয়ে আসতে চান তারা যে প্রশ্নগুলোর সম্মুখিন হতে হয় সেগুলো হলো-
১. Payza তে একান্ট তৈরি করার সঠিক নিয়ম কি?
২. Payza একাউন্ট কেন ভেরিফাই করতে হয় এবং কিভাবে ভেরিভাই করতে হয়?
৩. Payza তে কিভাবে লেনদেন করা হয়?
৪. Payza তে কিভাবে টাকা Send funds বা টাকা পাঠাতে হয়?
৫. Payza তে কিভাবে টাকা Receive বা গ্রহণ হয়?
৬. Payza তে কিভাবে অন্য কারো পেজা একাউন্টে Request funds বা টাকা চাইতে হয়?
৭. Payza তে কিভাবে টাকা Add Found বা Cash in করতে হয়?
৮. Payza তে কি কি উপায়ে টাকা Withdraw funds বা ক্যাশ আউট করতে হয়?
৯. Payza তে কিভাবে লেনদেন করলে কত টাকা চার্জ কাটে? ইত্যাদি।
সবকিছু সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হলো এবং প্যাকটিকালি ভিডিও তে দেখানো হলো।