রাতদিন কম্পিউটারে নানা কাজ করা হয়। প্রতিটি কাজের অস্থায়ী কিছু ফাইল তৈরি হয়ে যায়। আর সেগুলো জমা হতে থাকে হার্ডডিস্ক ড্রাইভে।উইন্ডোজ ফোল্ডারের মধ্যে %temp%, temp, recent, Prefetch নামের সাব ফোল্ডারে এসব জমতে থাকে। এসব ফাইল যত ভারি হয় তত কম্পিউটারের গতি ধীর হতে থাকে। গতি ঠিক রাখতে আলাদাভাবে সেসব ফোল্ডারে গিয়ে অপ্রয়োজনীয় ফাইল মুছে (ডিলিট) ফেলতে হয়।
তবে চাইলেই মুছে ফেলার কাজগুলো আরও সহজে করা যায়।এজন্য নোটপ্যাডে একটা ব্যাচ (*.bat ) ফাইল বানাতে হবে।নিচের সংকেতগুলো নোটপ্যাডে হুবহু লিখে tempcleaner.bat নামে সংরক্ষণ (সেভ) করুন। তৈরি হওয়া ফাইলে দুই ক্লিক করলেই সহজেই অপ্রয়োজনীয় সব ফাইল মুছে ফেলা যাবে।
cd/
title Temporary File Remover By Muyin Uddin
echo Delete all Temporary Files
%SystemRoot%/explorer.exe %temp%/
pause
del %temp%.*
pause
%SystemRoot%/explorer.exe C:/Windows/prefetch/
pause
del C:/Windows/prefetch.*
pause
C:
cd %TEMP%
rmdir /S /Q %TEMP%
cd C:/Windows/Temp
rmdir /S /Q C:/Windows/Temp
CD C:/Windows/Prefetch
rmdir /S /Q C:/Windows/Prefetch
cd %TEMP%
cd..
cd..
cd Recent
del /s /q *.*
চাইলেই এই সংকেতগুলোকে এক্সিকিউটেবল ফাইলে রূপান্তর করা যাবে ব্যাট টু ইএক্সই সফটওয়্যার দিয়ে।
আপনাদের টিউনটা ভাল লাগলে কমেন্ট জানাবেন।
আমার সাথে যোগাযোগ করুন:
https://www.facebook.com/SheraBanglaBlog
https://www.facebook.com/bdonator
you can enter this link