দয়া করে খারাপ মন্তব্য করবেন্না ।

আসসালামু আলাইকুম বন্ধুরা ,

কেমন আছেন সবাই। আশা করি সবাই ভালো আছেন। আমরা অনেকেই মাঝে মাঝে নোটপ্যাড ওপেন করতে গিয়ে একটা ঝামেলায় পরি। সেটা হোল Admistrator প্রবলেম। তো আজকে আমি এটা নিয়েই আলোচনা করবো। মাঝে মাঝে কিছু ফাইল থাকে যেগুলো Admistrator ছাড়া চলেনা। তো এই প্রবলেম ফিক্স করার জন্য আমি একটি ভিদিও টিউটোরিয়াল বানিয়েছি।

ভিডিও টিউটোরিয়ালটি দেখতে এখানে ক্লিক করুন ।