আল্লার নাম নিয়ে আমি আজকে এই ছোট্ট পোস্ট শুরু করছি । আমারা সবাই কোন না কোন Anti Virus ব্যবহার করি । কিন্তু জানি কি সেটা ঠিক ঠাক কাজ করছে কি না , তো চলুন দেখে নিন আপনার Anti Virus ঠিক কাজ করছে কি না । এর জন্য আমার নীচের টিপস গুল একটু লক্ষ করুন । >
১) আপনার notpad ওপেন করুন , তারপর এই কোড টি > X5O!P%@AP[4PZX54(P^)7CC)7}$EICAR-STANDARD-ANTIVIRUS-TEST-FILE!$H+H* হুবহু কপি করে notpad এ পেস্ট করুন । তারপর SAVE AS.. এ গিয়ে কোড টিকে “EICAR.COM” এই নামে সেভ করুন ।
* Save করার সাথে সাথে যদি file টি ডিলিট হয়ে যাই , তা হলে বুজবেন আপনার Anti Virus কাজ করছে । যেমন আমি সেভ করার সাথে সাথে আমার Anti Virus এ এই message টি এলো এবং ফাইল টি ডিলিট হয়ে গেল । নীচের চিত্রে >
* আমার এই পোস্ট আপনাদের ভাল লাগলে কমেন্ট করে জানাতে ভুলবেন না । আজকের মত এই পর্যন্ত >
আল্লা হাফেজ
ধন্যবাদ, শেয়ার করার জন্য, আপনি যদি পারে আমাদের পিসি হেল্প সেন্টার গ্রুপের একটি ব্যানার তৈরী করে দিন, সেখানে থাকবে। তিনটি লাইন।
সাহায্য পেতে এবং দিতে
পিসি হেল্পে সেন্টার
http://www.pchelpcenterbd.com
ami chasta korbo vai, dhonobad apnake comment kore utsaho debar jonno ,,,,