আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশাকরি ভাল আছেন, আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেস রহমতে ভাল আছি।
যাদের কাছে আছে তাদের দরকার নেই, আর যাদের কাছে নেই তাদের জন্য। ডাউনলোড লিংক
Kaspersky Internet Security 2012 (টেরাইল ভার্সন)
কী এর জন্য এখানে “পিসি হেল্প সেন্টার”
Kaspersky Internet Security 2012 প্রথমে ইস্টল করে নিন এর পরে আপনার কম্পিউটার স্টার্টআপ থেকে ডাবল ক্লিককরে Kaspersky Internet Security 2012 ওপেন করুন তারপরে সেটিং এ যান এবং নিচের ছবিটি দেখুন।
এখন এ্যপলাই ওকে করে বেরিয়ে আসুন। এবং আপডেট দিন আপডেট দিতে ষ্টর্ট আপের Kaspersky Internet Security 2012 আইকনের উপরে রাইট ক্লিক করে update এ ক্লিক করুন। ব্যাস কাজের এক পর্ব শেষ আপনার আপডেট হয়ে গেলে আপনি আপডেট ফাইলের একটি ব্যাকাপ ফাইল রাখুন। এবং অন্যান্যে সাথে শেয়ার অথবা আবার অন্য সময় আপনার নেট কানেকশন ছাড়া আপডেট দিতে গেলে উপরের দ্বিতীয় পিক্সার পর্যন্ত ঠিক থাকবে এবং তারপর যা করতে হবে।
+ADD এ ক্লিক করুন।
আপনার বেকাপ রাখা ফাইলটি সিলেক্ট করে দিন এবং নিচের ছবি দেখুন।
এবার স্টর্টআপ থেকে রাইট ক্লিক করে update এ ক্লিক করুন ব্যাস কাজ শেষ এর আর একটু বাকি, 100% আপডেট হয়েগেলে আবার আগের 4 নং ছবির যায়গায় গিয়ে নিচের ছবিটি দেখুন।
এবার ওকে দিয়ে বেড়িয়ে আসুন ব্যাস আপনার কাজ শেষ। ধন্যবাদ ভাল থাকবেন।
ভাল লাগলে কমন্টে জানাতে ভুলবে না…
ভুলে ভরা জীবনে ভুল হওয়াটা অসম্ভব কিছু নয়,যদি আমার লেখার মাঝে কোন ভুলত্রুটি থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাই ভাল থাকবেন।
আপনার কম্পিউটার সমস্যা সমাধানে আমরা আছি ফেইজবুকে: পিসি হেল্প সেন্টার
শেয়ার করার জন্য ধন্যবাদ, এই রকম আরো সুন্দার পোষ্ট চাই।