আসসালামুআলাইকুম।আমি মঈন।আমি সবসয়ম চেষ্টা করি আপনাদের জন্য ভাল ভাল সফটওয়্যারগুলো নিয়ে হাজির হতে। আজ তাই আপনাদের জন্য নিয়ে দারুন একটি সফটওয়্যার নিয়ে।সফটওয়্যারটির নাম হচ্ছে Kaspersky Internet Security 2016।আপনারা হয়ত সকলে এই সফটওয়্যারটির বাংলাদেশের বাজার দাম প্রতিটি ৭০০ টাকা।কিন্তু আমি আপনাদের জন্য নিয়ে এলাম সম্পূর্ণ সফটওয়্যারটি ফ্রিতে এবং ২০১৭ সাল পর্যন্ত লাইসেন্স সহ। এবার কাজের কথায় আসি।
এখানে ক্লিক করে সম্পূর্ণ সফটওয়্যারটির ফুল ভার্সন ডাউনলোড করে নিন।
সফটওয়্যারটির Screenshot দেখূন:
এবার দেখুন আপনার করা ফাইলগুলো হচ্ছে Setup File(kis16.0.0.614en_8964.exe) এবং Crack file(Kaspersky Internet Security 2016 License Files & Patch.zip)।
১. প্রথমে আপনার কম্পিউটার থেকে ইন্টারনেট কানেকশনটি খুলে দিন।
২. Setup File টি ইনষ্টল করুন।যদি না পারেন তাহলে ভিডিও টিওটোরিয়ালটি দেখুন।
২.যখন License Key খুজবে তখন Trial অ্যাক্টিব করুন।
৩.এখন আপনার ডাউনলোড করা Crack ফাইলটি আপজিপ করুন।
৪.এবার Kaspersky Internet Security সেটিং এ গিয়ে General এ গিঢে Manage Setting এ ক্লিক করে Import Setting এ আপনার ডাউনলোড করা Crack ফোল্ডার থেকে Setting KIS 2016.cfg সিলেক্ট করুন।
৫.এবার সেটিং থেকে Self-defence off করুন।
৬.এবং এবার আপনার পিসির Tray icon থেকে Kaspersky Internet Security Exit করুন
৭.Crack ফোল্ডার থেকে KIS.exe ফাইলটি Run করুন এবং CTRL+ALT চাপুন।
৮.Active বাটনে ক্লিক করে Crack ফোল্ডার থেকে একটি লাইসেন্স সিলেক্ট করে দিন।
৯.এখন আপনার কাজ শেষ। এবার দেখুন Kaspersky Internet Security দুই বছরের জন্য অ্যাক্টিব হয়ে গেছে।
Screenshot দেখুন:
তবুও যদি লাইসেন্স অ্যাক্টিব করতে না পারেন তাহলে এখানে ক্লিক ভিডিও টিওটোরিয়ালটি দেখুন।
Kaspersky Internet Security 2016 Download & Installation Video Tutorial:
ভাই Scans করতে গেলে লিখা ওঠে
“Databases are extermely Out Of date”
এটা কি বোজি না ভাই,,
প্লিজ হেল্প মি
▄আপনার এন্টিভাইরাস আপডেট করতে বলতেছে, আপডেট করুন।
ভাই আপডেট করছি,,আমি এটা আজ কয়েকদিন দরে Use করতেছি বাট এই প্রজন্ত ২ -৩ বার লিখা আসছে Key is block,তখন আমি এটা uninstall করে আবার নতুন করে install করছি, এইরকম ২-৩ বারই করছি বাট আজকেও আবার লিখা আসে key is block..কেন এইরকম হয়,প্লিজ এর সবাধান দেন,,প্লিজ প্লিজ
key block korle uninstall korle kono lav nai, oi key blok hoy say, new key use korte hobe