আসসালামু অলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন ! আশাকরি সবাই খুব ভালো ও সুস্থ আছেন । আমিও আপনাদের দোয়াও ও আল্লাহ্‌ এর রহমতে খুব ভালো ও সুস্থ আছি । যাই হোক ব্লগে অনেক দিন পর পোস্ট করতে আসলাম আশাকরি আজকের এই পোস্ট আপনাদের পছন্দ হবে । আজকে আমি আপনাদের জন্য নিয়ে এলাম জনপ্রিয় এন্টি ভাইরাস Kaspersky 2015 লেটেস্ট ভার্সন সঙ্গে প্রতি মাসে ট্রাইল রিষ্টর করার টিপস মানে ৩০ দিন পরপর আপনি এটাকে ভুল ভার্সন করে ব্যবহার করতে পারবেন । তাহলে আর কথা বাড়াবো না কারন এই এন্টি ভাইরাস নিয়ে নতুন করে কিছু বলার আছে বলে আমার মনে হয় না । শুধু নীচে থেকে দেখে নিন কিভাবে ক্র্যাক করবেন মানে Trial Resetter ব্যবহার করবেন ।

 

 

 

☞ কিভাবে ক্র্যাক করবেন !

 

১// প্রথমে নীচে থেকে Kaspersky 2015 Antivirus বা Internet Security 2015 ডাউনলোড করে ইন্সটল করে নিন ।

২// এবার Settings → Additional → Self Defense থেকে ঠিক তুলে দিন । নীচের চিত্রে দেখুন ।

 

 

৩// এবার টাস্কবার থেকে Kaspersky আইকনে রাইট ক্লিক করে Exit এ ক্লিক করুন । নীচের চিত্রে দেখুন ।

 

 

৪// এবার নীচে থেকে Trial Resetter 2015 ফাইলটি ডাউনলোড করুন এবং ওপেন করুন ।

৫// তারপর Reset Trial Period বাটনে ক্লিক করুন । নীচের চিত্রে দেখুন  ।

 

 

৬// এবার একটি ম্যাসেজ বক্স আসবে সেখান থেকে Yes করে দিন ।

৭// এবার  Kaspersky 2015 নিজে থেকে স্টার্ট হবে ।

৮// এবার Activate Trial License এ ক্লিক করুন । প্রতি মাসে সেম ভাবে কাজ করুন আর ৩০ করে ব্যবহার করুন । 😀

 

 

ডাউনলোড করার জন্য নীচের লিঙ্ক দেখুনঃ

 

Kaspersky Product Setup
Kaspersky Antivirus 2015          Download (161 MB)
Kaspersky Internet Security 2015          Download (162 MB)

 

→ Kaspersky Trial Resetter 2015.rar

☞ ব্যাস আশাকরি উপরের টিপস থেকে বুঝতে কোন সমস্যা হলনা কোন সমস্যা হলে নীচে কমেন্ট করে যানাবেন । ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন । তাহলে আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন । আল্লাহ্‌ হাফেজ ।

 

ব্লগার বিষয়ক বিভিন্ন টেম্পলেট , ওয়েডগেট টিপস পেতে ভিজিট করুন আমার ব্লগ → www.asobondhu.blogspot.com