ক্লিন মাষ্টার-এর আপডেটেড ভার্সন আগের আরো আধুনিক ও উন্নত। ক্লিন মাষ্টার (Clean Master)– এর এ যাবৎ যত গুলো ভার্সন তৈরী করা হয়েছে তার মধ্যে সবচেয়ে আধুনিক ও উন্নত । এর গ্রাফিক্স ফাংশনগুলো (Graphics Functions) অনেক উন্নত করা হয়েছে। রয়েছে আরো অনেক ফিচার:-
১. জাংক ফাইল (Junk Files) ক্লিন করার সুবিধা
২. মেমোরি বুস্ট (Memory Boost) করার সুবিধা (%) কতটুকু ফ্রি আছে তা দেখায়,
৩. প্রাইভেসি ক্লিন (Privacy Clean) করার সুবিধা
৪. রয়েছে অটো ক্লিনিং (Auto Cleaning), অটো টাস্ক ক্লিনিং (Auto Task Cleaning) ইত্যাদি,
৫. রয়েছে ফ্লোটিং উইগেট (অ্যাপ- এর কোণায় থাকা অপশন থেকে সেটিংস্ ফ্লোটিং উইগেট (Floating Widget), এনাবল সব গুলো অপশন অন করে দিতে হবে)
৬. সবচেয়ে মজার একটি সুবিধা এটি- হোম ডিসপ্লে’তে থাকা ফ্লোটিং উইগেটটি লং ট্যাপ (Long Tap)করে স্ক্রিনের (Screen) মাঝখানে এনে ছেড়ে দিলেই রকেটের মতো কাজ করবে সাথে আওয়াজও করবে।
আমাদের পোষ্টগুলো ভালো লাগলে পরবর্তী আপডেটের জন্য  আমাদের সাথেই থাকুন।
আমরা আরো নতুন নতুন সব অ্যাপস্ ও সফটওয়্যার নিয়ে আসছি!
অ্যাপটি ডাউনলোড করার জন্য নিচের লিংকে ক্লিক করুন।‘ক্লিন মাষ্টার’
আমরা আরো অ্যান্ড্রয়েডের জন্য আরো অ্যাপস, গেমস পাশাপাশি উইন্ডোজের জন্য সফটওয়্যারও নিয়ে আসছি!
আমাদের সাথেই থাকুন!