এ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য একটি প্রয়োজনীয় সফটওয়্যার। এ্যান্ড্রয়েডের ব্যবহারকারীদের মধ্যে অনেকেই আছে, যারা জানেই না যে, তাদের এ্যান্ড্রয়েড ফোনটিতে কোন এ্যাপস্ চালু অবস্থায় আছে কি না, আবার কত পার্সেন্ট ব্যাটারী আছে তাও জানে না, আমরা অনেকেই মোবাইলে প্রাইভেসী দিতে পছন্দ করি, আবার অনেকেই গেমস খেলে থাকি কিন্তু সবার মোবাইলের কনফিগারেশন এক নয় যে কারণে গেমসগুলো এক গতিতে চলে না, আবার কোন গেমস বা অ্যাপসটি মোবাইলে অথবা মেমোরি কার্ডে ইনস্টল করা আছে তাও জানে না। হ্যাঁ, উপরের সবগুলো সুবিধা পাওয়া যাবে, ‘মোবাইল কেয়ার’ নামক একটি সফটওয়্যারের মাধ্যমে। যেকোনো গেমসকে সহজেই স্পীড বাড়াতে পারে এই অ্যাপসটি। আবার এটি দিয়ে পুরো মোবাইলের সিস্টেমকে স্ক্যান করতে পারে এটি, কোনো ভাইরাস ধরা পড়লে সাথে সাথে তা রিপেয়ারও করা যায়।
১. গেমস স্পীডার- যেকোনো গেমস স্পীড করে।
২. এ্যাপ ম্যানেজার- মোবাইলে কোন অ্যাপসটি ইনস্টল করা আছে, কোনটি চালু অবস্থায় আছে, ইনস্টলও করা যায়।
৩. ব্যাটারী সেভার- ব্যাটারীর পাওয়ার বাচাঁয় এটি।
৪. টাস্ক কিলার- কোন এ্যাপস চালু থাকলে, এক প্রেসেই দ্রুত বন্ধ করা যায়।
৫. প্রাইভেসী লকার- যেকোন ফাইলকে লক করে রাখা যায়।
৬. এন্টি-থেফট- মোবাইল চুরি হয়ে গেলে অথবা হারিয়ে গেলে সহজেই তা ট্র্যাকিংয়ের মাধ্যমে খুজেঁ পাওয়া যায়। সিম খুলে ফেললেও এটি মোবাইলকে ডিটেক্টে করবে।
৭. ক্লাউড ব্যাকআপ- ভার্চুয়াল ড্রাইভের মতো এটি।
এ্যাপসটি ডাউনলোড করার জন্য নিচের লিংকে ক্লিক করুন। ‘অ্যাডভান্সড মোবাইল কেয়ার’
আমরা নতুন নতুন সব অ্যান্ড্রয়েড অ্যাপ নিয়ে শীঘ্রই আসছি!
আমাদের সাথেই থাকুন!
ধন্যবাদ!
হুম অসাধারণ, ধন্যবাদ শেয়ার করার জন্য। এই রকম প্রয়োজনীয় এ্যাপ আপনার কাছ থেকে আমরা আরো পাব বলে আশা করি 🙂