অ্যান্ড্রয়েড ফোন দিয়ে ফাইল ট্রান্সফার করার অনেক অ্যাপই তৈরী করা হয়েছে। এসব অ্যাপগুলো মানুষকে অনেক সময়ই করেছে অবাক। কারণ, এসব অ্যাপগুলো ফাইল ট্রান্সফার করার ক্ষেত্রে দেখিয়েছে গতির প্রতিযোগীতা। কিন্তু, ‘সুপার বিম’(Super Beam)-এর বৈশিষ্ট্যে রয়েছে ভিন্নতা। সুপার বিম ব্যবহার করে ফাইল ট্রান্সফার করার ক্ষেত্রে ভিন্নতা মাত্রা যোগ করা হয়েছে। অ্যাপটি ব্যবহার করে ফাইল ট্রান্সফার করা যায় অনেক দ্রুত।
এটি ‘কিউআর কোড’(QR Code) স্ক্যানিং করে ফাইল সেন্ড করে। অর্থাৎ যে ফাইলটি পাঠানো হবে, সেটি সিলেক্ট শেয়ার অপশন-এ ট্যাপ করে ‘সুপার বিম’ সিলেক্ট করলেই একটি ‘কিউআর কোড’(QR Code) দেখাবে যেটি ফাইল গ্রহনকারী ফোনটিতে থাকা সুপার বিম চালু করলেই স্বয়ংক্রিয়ভাবে ফোনের ক্যামেরা ‘কিউআর কোড’(QR Code) স্ক্যান করার জন্য চালু হয়ে যাবে। কোডটি স্ক্যান (Scan) করলেই ফাইল ট্রান্সফারিং প্রসেস চালু হয়ে যাবে। এটি একটি পেইড অ্যাপ (Paid App)
অ্যাপটি গড়ে ফোনের রিকোয়েমেন্ট (Requirement) অনুযায়ী প্রতি সেকেন্ডে ২০+ এমবি (20+/PS) ফাইল ট্রান্সফার করতে পারে অ্যাপটি।