কেমন আছেন সবাই… আশা করি অনেক অনেক ভালই আছেন। আমিও ভাল আছি… ওওওও একটা প্রশ্ন_?? কার ঈদ কেমন কাটল… মনে হয় অবশ্যই ভাল কাটছে সবার। ঈদের ছুটি তো শেষের পথে, সবার মাঝে আবারও ব্যস্ততা দেখা যাবে। এই ব্যস্তময় জীবনে আপনার একঘেমী মনটাকে সজাগ, সতেজ এবং ফুরফুরা করতেই আমার এই পোস্ট। হুমমমম….. ফেসবুকে তো সবসময় চ্যাটিং করি বা করেন। কখনও লিখে কখনও বা পিকচারে অথবা ইমোজিতে। কিন্তু কখনও কি Sound Effect দিয়ে আপনার মনের ভাব প্রকাশ করেছেন .??? যদি উত্তরটা না হয়, তাহলে সামনে যাই___ প্রথমে Play Store থেকে Apps টা Install করে নিন। Sound Clip for Messenger Install Now (Play store) এখন আপনার কাজ হল নিচের Screenshot গুলো অনুসরন করা। Apps টি Open করার পরই আপনি দেখতে পারবেন কয়েকটা কেটাগরি আছে। এখান থেকে আপনার পছন্দমতো বাচাই করে নিন। Sound Effect এর কয়েকটি Sound দেখে নেই। এখন যেকোন একটা Sound এ ক্লিক করে শুনতে পারবেন এবং Send বাটনে ক্লিক করে Send করুন। এভাবে আপনি সাউন্ড দিয়ে ইচ্ছামত চ্যাট করতে থাকুন। আশা করি ভাল লাগবে & ভাল লাগতেই হবে। আমার সাইটঃ-TipsTunesBD.Com Contack With FB
Messenger এ ইমোজিতে | পিকচারে | লিখে তো অনেক চ্যাট করলেনই, চলুন না কিছুক্ষন Sound Effect দিয়ে চ্যাট করে আসি..!!
Category:
অ্যান্ড্রয়েড