বরাবরের মতো আজও দারুন একটি গুগলের অ্যাপ নিয়ে হাজির হয়ে গেছি।
অ্যাপটির নাম হল Google Go আপনারা হয়তো অ্যাপটির নাম জেনে থাকবেন।
আমারা সবাই যানি গুগল যখন কিছু লঞ্চ করে তখন তাতে কিছু না কিছু চমক অবশ্যই থাকে।
গুগলের অনেক Apps ইতিমধ্যে প্লে স্টোরে আছে কিন্তু এদের মধ্যে অন্যতম একটি হলো Google Go অ্যাপটি আমার সত্যি খুব পছন্দ হয়েছে।
আসলে এই অ্যাপটি বানানো হয়েছে সেই এনড্রয়েড মোবাইল ব্যবহার কারিদের জন্য।
যাদের ইন্টারনেট স্পীড খুব কম এবং যাদের ফোন মেমরিও খুব অল্প।
তাহলে বেশি কথা না বলে চলুন দেখে আসি কি কি ফিচার থাকছে এই গুগলের নতুন অ্যাপ টিতে।
বন্ধুরা এই app টির সাইজ মাত্র 3 এমবি।
আপনারা হয়তো ভাবছেন মাত্র 3 এমবির অ্যাপ এ কি এমন আছে তাই যে অবাক হব ?
আমি বলব যদি এরকম ভেবে থাকেন তাহলে আপনার ধারণাটাও পুরাই ভুল।
এই অ্যাপটি 3MB দেখলে হবে না কাজ অনেক বেশি।
এই অ্যাপ এর মাধ্যমে আপনি সব ধরনের কাজ করতে পারবেন খুব সহজেই ধরুন আপনি কিছু সার্চ করতে চাচ্ছেন তাও পারবেন।
ধরুন আপনি ভয়েস সার্চ করতে চাইছেন তাও করতে পারবেন।
এ ছাড়াও আপনি এই অ্যাপটি তে আরও অসধারন সব ফিচার পাবেন এবং খুব সহজে ইমেজ সার্চ করতে পারবেন এবং সেই ফটো আপনি ডাউনলোড আর বন্ধুদের সঙ্গে শেয়ার ও করতে পাবেন।

এই অ্যাপটির special একটি কাজ হল এই অ্যাপটির মাধ্যমে আপনি একাধিক অ্যাপসের মজা নিতে পারবেন।
আপনার ফোনে ধরে নিন একটা ফেসবুক অ্যাপ আছে এবং ফেসবুক অ্যাপ টির সাইজ অনেক বেশি।
আপনি চাইছেন এই ফেসবুক অ্যাপ এর সাইজ অনেক বেশি তো আপনি
ফেসবুক অ্যাপকে রিমুভ করে এই Google Go অ্যাপ টির মাধ্যমে ফেসবুক ব্যবহার করতে পারবেন।
সুধু ফেসবুক না Whatsapp, Twitter, Youtube, এই ধরনের একাধিক অ্যাপ আছে যেগুল আপনি এই ছোট অ্যাপটির মাধ্যমে ব্যবহার করতে পারবেন। অনেক বক বক করে ফেললাম এখন চলুন দেখা যাক এই চমৎকার অ্যান্ড্রয়েড অ্যাপটি কিভাবে ডাউনলোড করবেন।
বন্ধুরা অ্যাপটি আপনার গুগল প্লে স্টোরে পাবেন না।
কারণ বাংলাদেশের জন্য এই অ্যাপ্লিকেশনটি এখনো available নয়।
তাই আপনাকে একটি ওয়েবসাইটের মাধ্যমে ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করার জন্য simply এখানে ক্লিক করুন এবং ডাউনলোড করে নিন।
বন্ধুরা এখন তাহলে কিছু স্ক্রিনশট দেয়া যাক।

TipsBD24.Net
TipsBD24.Net
TipsBD24.Net
TipsBD24.Net
TipsBD24.Net
TipsBD24.Net
স্কিনশট গুলা দেখে নিশ্চয় বুজে গেছেন দারুন একটি অ্যাপ্লিকেশন এই google go।
বন্ধুরা তাহলে আজ এ পর্যন্তই আশা করি পোস্টটি আপনাদের ভাল লাগবে যদি ভালো লাগে তাহলে আপনার বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না।

সৌজন্যে: TipsBD24.Net