আসসালামু আলাইকুম।
হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই?
আশা করি সবাই ভালো আছেন কারন পিসি হেল্প সেন্টার (বাংলাদেশ) এর সাথে যারা আছে তারা সব সময় ভালোই থাকে এবং আগামীতে ভালে থেকে এই কামনা রইলো।
আজ আমি আপনাদের যে টিউটোরিয়ালটা জানাবো তা হল কি ভাবে আপনি আপনার ফোনে যে কোন ভিডিও, ফটো, (এক কথায় বলা যায় সবই হাইড করে রাখতে পারবেন) তার সাথে মজার ব্যাপার হল আপনি অনলাইন এর ফাইল ও হাইড করে রাখতে পারবেন যেমনঃ ফেসবুক, ইউটুবির ভিডিও, ইন্সটগ্রাম এর মত ওয়েব সাইডের ভিডিও।
সে ক্ষেত্রে আপনাকে যা যা করতে হবে তা নিচে দেওয়া হলঃ
আপনি এখানে ক্লিক করে একটা এপস্ পাবেন সেটা install করে নিবেন।
আমি এই এপস্ টা নিয়ে যা বলতে চাই তা হলঃ যদি এই এপস্ টা আপনারা ডাওনলোড করে ভিডিও টা না দেখেন তাহলে এপস্ টা আর Uninstall করতে পারবেন না । আপনাদের আমার এই কথাটা হাস্যকর মনে হতে পারে কিন্তু যদি মনে হয় যে সাধারন এপস্ এর মত এই টায় ও লক করতে পারবেন তাহলে ভুল ভাবছেন। তাই আমি বলতে চাই আপনি আমার টিউনটা পড়ে কোন কিছু্ই বুঝতে পারতেন না কারন একটা কথা বলে যা বোঝানো যায় সেই কথাটা বোঝার জন্য ১০টা কথা খরচ করতে হয়।
আর কথা বলব না যারা পারেন তারা তো পারনই।
আর যারা না পারেন এখানে ক্লিক করে ভিডিওটা দেখুন কাজে আসবে।
যাদের কাছে আমার টিউনটা ভাল লেগেছে তারা লাইক, টিউমেন্ট ও সাবস্কাইব করতে একদম ভুলবেন না যেন।
সকল সিমের ফ্রি নেট অফার জানতে এখানে দেখুন
kinemaster for pc kinemasterkinemaster download