আসসালামুয়ালাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আজকের টিউটরিয়ালে সবাইকে স্বাগতম। পিসি সেন্টার (বাংলাদেশ) তে এটি আমার প্রথম পোস্ট । আজকের টিউটরিয়ালটি Android Root নিয়ে।জানিনা এই পোস্টটি পুর্বে কেউ করেছে কি না। আমাদের সবাইকে ফোন root করতে হলে অনেক জামেলা পোহাতে হয়। আমাকে অ পহাতে হয়েছে
। আর নেটে যে সকল উপায় পাওয়া যায় সেই আনুযায়ী আমাদের দ্বারা কাজ করা সম্বব নয়। তাই আজ আমি ফোন root করার সবচেয়ে সহজ উপায় নিয়ে হাজির হয়েছি। এই কাজটি করতে কোন কম্পিউটার লাগবেনা, শুধু আপনার ফোন হলেই হবে। তাহলে দেখা যাক, কিভাবে এই কাজটি করতে হয়-

১. আমাদেরকে Kngo Root আপ্সটু ডাউনলোড করতে হবে এখানে থেকে( এই আপ্সটি প্লে স্টোরে পাওয়া যায় না)।
২.ডাউনলোড হয়ে গেলে আপ্সটি ওপেন করতে হবে।
৩.এবার screen এর উপর একবার টাচ করতে হবে তাহলেই আপনার ফোন root হতে শূরু করবে।
৪.root কম্পলিট হলে আপনার ফোনে root succed লেখা দেখাবে।

*** একটি কথা মনে রাখতে হবে যে, এই সম্পুর্ন কাজ করার জন্য আপনার ফোনে নেট কানেকশন তাক্তে হবে।***

***কাজটি করতে সমস্যা হলে এই ভিডিওটি দেখতে পারেন

ধন্যবাদ সবাইকে পোস্টটি পড়ার জন্য। আশা করি সবার কাছে আমার পোস্টটি ভাললাগবে। ভাল লাগলে কিন্তু লিকে, Comment & Share করতে ভুলবেন না। আর এরকম নতুন নতুন পোস্ট পাবার জন্য পেইজটিতে আপডেট তাকবেন আশা করি। আজকের জন্য এখানেই শেষ করলাম। খোদা হাফেজ।

পোস্টটি ১ম প্রকাশিত হয়েছে এখানে http://easylearn247.blogspot.com/2017/05/root.html
আমার –
Facebook: https://m.facebook.com/abu.taher.39566905?ref=bookmarks

YouTube: https://m.youtube.com/channel/UC7COj-MjQgANqeD0ymci2rg

Blog: http://easylearn247.blogspot.com