আসসালামু আলাইকুম।কেমন আছেন সবাই ? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন আছেন।আজকের এই টিউন টি হচ্ছে আপনারা প্লে স্টোরের যে কোন  পেইড এপস একদম প্লে স্টোরের টাই ডাউনলোড করবেন।অনেক পেইড এপস ডাউনলোড করলে দেখা যায় যে,ডাউনলোড করছেন একটা আর প্লে স্টোরে যেয়ে দেখেন ডাউনলোড হইছে ঠিকি কিন্তু অন্যটা। চিন্তার কিছু নাই। এখন থেকে প্লে স্টোরের টাই ডাউনলোড করতে পারবেন,একদম সহজ উপায়ে।

প্রথমে আপনার যে কোন একটি ব্রাউজার ওপেন করবেন।এবং সার্চ বক্সে গিয়ে টাইপ করবেন যে পেইড এপটি ডাউনলোড করতে চান তার নাম।

যেমন ধরেন আমি ডাউনলোড করবো After focus pro. তাহলে আমি সার্চ করবো After focus pro apk। এইটা সার্চ করার পর অনেক গুলা লিংক দেখতে পারবেন,সেখান থেকে আপনারা এপিকে বক্স নামে একটা সাইট দেখতে পারবেন।অইটার ভেতর প্রবেশ করলে ডাইনলোড এর অপ্সহন পাবেন।তারপর ডাউনলোড করে নিবেন।ইনসটল করে প্লে স্টড়ে যাবেন দেখবেন এেকদম প্লে স্টোরের টাই ইনস্টল হইছে।

আর লেখা টি বেশি ঝামেলা মনে হলে বা বুঝতে সমস্যা হলে ভিডিও টিউটোরিয়াল টি দেখুন।বাংলাতে টিউটোড়িয়াল বানিয়েছি।

ভিডিও দেখতে ক্লিক করুন