কেমন আছেন সকল টিউনার ও পাঠকবৃন্দ ? আমি আপনাদের জন্য প্রয়োজনীয় একটি অ্যাপস নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি। অ্যান্ড্রয়েড ফোন একটি নিত্যপ্রয়োজনীয় ডিভাইজ হয়ে গেছে। বর্তমান যুগে অ্যান্ড্রয়েড ফোন ছাড়া আর চলতেই চায় না। এখন অ্যান্ড্রয়েড ফোনে সবাই ইন্টারনেট ব্যবহার করেন। বিশেষ করে যারা অফিসিয়াল কাজ করেন তাদের জন্য অ্যান্ড্রয়েড ফোন খুব জরুরী হয়ে গেছে। কারণ ইমেইল থেকে শুরু করে অফিসিয়ার নানান কাজে ব্যবহার হয়ে থাকে এই অ্যান্ড্রয়েড ফোন। আর এই অ্যান্ড্রয়েড ফোনকে সুরক্ষা দেওয়ার দায়িত্ব নিজ নিজের।
অ্যান্ড্রয়েড ফোনে যখন ইন্টারনেট কানেকশন দেওয়া হয় তখন অ্যান্ড্রয়েড ফোনে অনেক রকমের ভাইরাস ডিভাইজটিকে আক্রমন করে। আর এই ভাইরাস ক্ষতি করে অ্যান্ড্রয়েড ফোনের সফটওয়্যার গুলোকে। কম্পিউটারের প্রাণ যেমন অপারেটিং সিষ্টেম ঠিক তেমনি অ্যান্ড্রয়েড ফোনের প্রাণও অপারেটিং সিষ্টেম। বর্তমানে নানান রকমের ম্যালওয়্যার এর কারণে আপনার প্রয়োজনীয় সফটওয়্যার বা ডেটা নষ্ট হয়ে যেতে পারে। তাই অ্যান্ড্রয়েড ফোনের সুরক্ষা খুব প্রয়োজন।
প্রিয় পাঠকবৃন্দ, প্রতিটি অ্যান্ড্রয়েড ফোনের সুরক্ষা রাখার জন্য প্রয়োজন ভালো একটি Antivirus । আপনি প্লে-ষ্টোরে অনেক ধরনের Antivirus পাবেন কিন্তু Antivirus টিকে অবশ্যই আপনাকে চিনতে হবে। অনেক সময় দেখা যায় আপনি যে Antivirus টি ডাউনলোড করেছেন সেটি বিপরীত কাজ করছে, মানে সে নিজেই একটি ভাইরাস। এখন আপনি চিনবেন কিভাবে এটি ভালো Antivirus । আসলে সঠিক বা ভালো Antivirus চিনতে হলে আপনাকে অবশ্যই এর প্রতি জ্ঞান থাকতে হবে।
আর যারা এর সম্পন্ধে কোন জ্ঞান নেই তারা বড় ধরনের বিপদের মুখে পরে যেতে পারেন। প্রিয় পাঠক আপনাদের এখন আর কোন নিজের চিন্তা করতে হবে না। আমি আপনাদের যে লিংক শেয়ার করছি সেটি শুধু ডাউলোড করে নিন ব্যাস কাজ শেষ।
টেকস্পট এ ঘুরে আসতে পারেন।
✓ Easy to Virus Scanner
কিভাবে খুব সহজেই ভাইরাস স্কেন করবেন ?
* স্কেন করার জন্য প্রথমে আপনাকে মোবাইলকে সচল রাখতে হবে।
* ফোন মেমোরী অথবা মেমোরী কার্ড যেটিই স্কেন করবেন সেটিকে সিলেক্ট করে নিতে হবে। তার স্কেন করতে হবে।
* আপনার পছন্দ মত যে ফাইল বা ফোল্ডারটি স্কেন করবেন সেটি সিলেক্ট করে নিতে হবে তারপর স্কেন করতে হবে।
✓ App Virus Uninstaller
If app or tasks is virus detected. You can uninstall app.
✓ Virus Detector & Remover
Show list of virus detected. Select file to delete or ignore.
✓ Real-Time Virus Protection
Monitor new process running on mobile phone, and new file in Download directory. If detected, Notification to you for scanning virus NOW!
✓ System Cleaner & Speed Booster
Cleaning the cache and memory (RAM). Clear tasks and get freed memory to your system. Mobile phone is speed booster.
Download Here