আসসালামু আলাইকুম বন্ধু গণ আশা করি আপনারা আল্লাহ্র রহমতে ভালই আছেন। PCHELP CENTER তে আবারো আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি টিউন নিয়ে।আশা করছি আপনাদের ভাল লাগবে / কোন ভুল হলে ছোট ভাই হিসাবে ক্ষমা করবেন এডমিন ভাইয়া। আমার টিউন শুরু করছি
ইন্টারনেট স্পিড মিটার কি ?
ইহা কি করে?ইহা খায় না মাথায় মাখে তা সবার জানা আছে।কিন্তু ইহা যে বহু প্রকারের হইয়া থাকে তাহা কয়জন বা জানে।হ্যা ফ্রান্স আমি তেমনি একটি নতুন স্পিড মিটার নিয়ে আসিলাম।তবে হ্যা এইডা যদি প্লেস্টোরে কিনতে যান তবে অবশ্যই আপনাকে ডলার খরচ করিতে হবে।কিন্তু আমি থাকিতে আপনার চিন্তা কিসের।যান দিয়া দিলাম একদম ফ্রিতে।ধুমাইয়া ডাউনলোড মারেন।
এই নতুন স্পীড মিটার নতুন কিছু ফিচার নিয়ে বানানো। যেমন এতে এখন এক নতুন ফিচার যুক্ত আছে যাতে আপনি এটার দ্বারাই বুঝতে পারবেন কোন অ্যাপ কত মেগাবাইট খরচ করা হয়েছে। সাথে আরও অনেক নতুন ফিচার আছে যা ব্লএ শেষ করা যাবে না। আর হ্যা এটা এমনিতেই প্রো অ্যাপ বলে প্লে স্টরে পাবেন না, আবার প্লে স্টরে যে প্রো ভার্সন কিনতে পাওয়া যায় তা এই ভার্সন থেকে আলাদা।
এতে আরও অনেক শুবিধা আছে, যেমন আপনি চাইলে মাসিক আপনার কত মেগেবাইট ইউস করার প্লান আছে তা সেট করতে পারবেন। ফলে অতিরিক্ত নেই ইউস হবে না।
আবার নেট ইউস করছেন না অথচ স্পীড মিটার চললে বুঝতে পারবেন ব্যাকগ্রাউণ্ড এ নেট যাচ্ছে, ফলে অনাকাংখিত নেট ইউস এড়াবে এটা।
ফুল ভার্সনের সুবিধা হল, যখন নেট চলবে তখন নিজে অন হবে, নেট অফ থাকলে এটা নিজে অফ হবে।
ভালো লাগলে অ্যাপস টি নিচে থেকে ডাউনলোড করতে পারেন।
ডাউনলোড লিঙ্কঃ Download Now
আশা করি আপনাদের ভালো লাগবে।
আর যেকোন সমস্যা হলে আমাকে জানান।
আসসালামু আলাইকুম বন্ধু গণ আশা করি আপনারা আল্লাহ্র রহমতে ভালই আছেন। PCHELP CENTER তে আবারো আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি টিউন নিয়ে।আশা করছি আপনাদের ভাল লাগবে / কোন ভুল হলে ছোট ভাই হিসাবে ক্ষমা করবেন এডমিন ভাইয়া। আমার টিউন শুরু করছি