কেমন আছেন সবাই? আসাকরি ভালোই আছন। আমার আজকের পোষ্টটি আসকরি আপনাদের কাজে আসবে। আপনার ভূলক্রমে যদি অ্যান্ড্রয়েড থেকে কোন ফাইল যেমন:- ছবি, গান, মুভি বা আরও অন্যকিছু ডিলেট হয়ে যায় তাহলেতো সর্বনাশের কোন শেষ নেই। আর এই সর্বনাশ থেকে রক্ষাপেতে আপনাদের জন্য নিয়ে এসেছি রিকভারী সফটওয়্যার। যে সফটওয়্যারটির মাধ্যমে যে কোন ডিলেট হওয়া ফাইল ফিরিয়ে আনতে পারবেন।

আপনি মনে করতে পারেন যে, সেট মেমোরী থেকে ডিলেট হয়ে গেলে বুঝি আর ফিরিয়ে আনা যায়। কিন্তু অতিরিক্ত ব্যবহৃত মেমোরী থেকে কোন ফাইল ডিলেট হয়ে গেলে আর ফিরিয়ে আনা যায় না। এটি সম্পূর্ণ ভূল ধারনা। আপনি এই সফটওয়্যাটি ব্যবহার করলে অতিরিক্

ত  ব্যবহৃত মেমোরী থেকেও ডিলিট হওয়া ফাইল ফিরিয়ে আনতে পারবেন। তো যাই হোক বন্ধুরা আর বেশি কথা না বাড়িয়ে আপনাদের কে এই রিকভারী সফটওয়্যারটির লিংক শেয়ার করে দিলাম । আপনি সরাসরি প্লে-ষ্টোর থেকে ডাউনলো করে নিতে পারবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।

Download Here

পূর্বে প্রকাশিত হয়েছিল– http://www.techspot.com.bd