আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন ।আর যদিও খারাপ থাকেন, তাহলে
আজকের এই Post এর কারনে আপনি 10% হলেও
ভালো হয়ে যাবেন। কারন আজকের এই Post এর
মাধ্যমে আপনি আপনার SD Card থেকে হারিয়ে
যাওয়া অনেক গুরুত্বপূর্ন File ফেরত পাবেন।

আর,
বাংলাদেশের কনো টেকটিওনস সাইডে এই প্রথম আমার কনো মৌলিক লেখা প্রকাশ করলাম । এর আগে জতো আমি টেকটিওনস দিয়েছি তা আমার ফেসবুকে আইডিতে ও আমার Bloge এ । এই লেখা আগে ও আমি ছেড়েছি আমার ফেবু id তে।।
এটা দিয়েই শুরু করলাম কারন ; Android User দের জন্য এটি খুব কাজে লাগবে,জারা অন্তত এই বিশয় টা জানেন না।

তো আর
দেরি কেন? সরাসরি কাজের কথায় চলে যাই।

▩▩▩▩▩▩▩▩▩▩
যা যা প্রয়োজন
▩▩▩▩▩▩▩▩▩▩
.
?Android Rooted Device

কি ভাবে আপনার Android টাকে রুট করবেন তার জন্য আমার এই লেখা টা দেখতে পারেন ।

?DiskDigger Pro এখান থেকে নামিয়ে নিন এটি

আমি একটা অনকেই বলি জে রুট হীন Android ফোন একটা ফাঁকা Box।

▩▩▩▩▩▩▩▩
কাজের ধাপ
▩▩▩▩▩▩▩▩

●☞ App টি Download করে Install করুন
এবং Open করুন। Open করারb পর Root Permission
চাইলে Grant করুন।

Screenshot_2015-08-29-22-28-31

●☞ এবার দেখবেন আপনার Phone Storage & SD
Storage Show করছে। যদি আপনি SD Card থেকে
কিছু হারিয়ে থাকেন তাহলে “/storage/
sdcard0,” Select আর যদি Phone Memory থেকে
কিছু হারিয়ে থাকেন তাহলে “/storage/
sdcard1,” Select করুন। ( আমি SD Card দিয়ে
দেখাচ্ছি )

Screenshot_2015-08-29-22-33-35

●☞ এবার একটি Page আসবে। সেখানে অনেক
রকমের Formats দেওয়া থাকবে। এবার আপনি
যেই Format এর File ফেরত পেতে চান সেই
Format এ (✔) মার্ক দিন এবং Ok তে Click করুন।
( আমি MP4 Format Select করেছি। )

Screenshot_2015-08-29-22-35-12

●☞ এবার দেখবেন Search হচ্ছে।

Screenshot_2015-08-29-22-35-36

●☞ Searching এর পর কোন File পেলে নিচের ওভাবে
Show করবে।
.
●☞ এবার আপনি যেই File টি ফেরত পেতে চান
সেটার Corner এ থাকা Option Button এ Click করুন।
কিছু Option আসবে।এবার সেই Option গুলা থেকে
“Save this file locally” তে Click করুন।

Screenshot_2015-08-29-22-55-03

●☞ এবার যেই Directory তে File টি Save করতে
চান সেখানে গিয়ে Folder Select করে OK তে
Click করুন।

Screenshot_2015-08-29-22-55-30

●☞ এবার দেখবেন একটি Warning আসবে। Ok তে
Click করুন।

Screenshot_24

●☞ Big File হলে Save হতে কিছু সময় নিবে।
তাছারা File Save হয়ে গেলে একটি ছোট্ট Pop-
Up Notification আসবে।

●☞ ব্যাস এইভাবেই আপনি আপনার হারিয়ে
যাওয়া File গুলা ফিরে পেতে পারেন।

Screenshot_2015-08-29-22-57-06

ওকে কাজ এখানেই আপ টু দিস ফিনিস।।

আশা করি আপনাদের অনেকের কাজে লাগবে।

ফুল নোট টার pdf Downlode কোরতে এখানে জান।

আর কনো প্রবলেম এ পড়লে আমার সাথে জোগাজোগ করতে পারেন—

frgtr

ফেসবুকে আমি

Screenshot_7