কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভাল। আবার হাজির হলাম আপনাদের মাঝে সেই সাথে আর একটি নতুন টিউন নিয়ে। আমার আজকের টিউন এর মূল বিষয় হল যারা পাসপোর্ট ও ভিসার ব্যাপারে একেবারেই জানেন না তাদের জন্য নিয়ে আমার এই টিউন । আজ যে অ্যাপটি আপনাদের উপহার দিতে যাচ্ছি সেখানে আপনি পাসপোর্ট ও ভিসার যাবতীয় প্রয়োজনীয় তথ্য পাবেন।আসুন দেখে নিই অ্যাপটিতে কি কি বিষয়ের উপর আলোচনা থাকছে-
এক নজরে অ্যাপটির ফিচার সমূহ-
পাসপোর্টের ধাপ
পাসপোর্টের বিভাগ ও সেবা
পাসপোর্টের সময়
পাসপোর্টের বিভাগ সময় ও ফি
ভিসা যাচাই
ভিসা বিভাগ ও প্রয়োজনীয় কাগজপত্র
মেশিন রিডেবল ভিসা
প্রয়োজনীয় তথ্যাবলি
এছাড়াও এখান থেকে আপনি পাসপোর্ট এবং ভিসার জন্য এপ্লাই করতে পারবেন।
তাহলে আর দেরি কিসের এখনই নিচের লিংক থেকে ডাউনলোড করে রেখে দিতে পারেন অনেক প্রয়োজনীয় এই অ্যাপটি।
Note- ডাউনলোডের জন্য ফোনের Uc ব্রাউজার ব্যবহার করুন।উপরের লিংকে ক্লিক করে যে পেইজ ওপেন হবে সেখানে create download link বাটনের নিচে Download Using Our Secure Download Manager একটি লেখা আছে যার বামে একটি টিক চিহ্ন দেওয়া আছে ।ঐ টিক চিহ্ন টি ক্লিক করে তুলে দিন এবং download বাটনে ক্লিক । একটি পেইজ ওপেন হবে এবার download বাটনে পুনরায় ক্লিক করুন ।যদি অন্যকোন পেইজে চলে গেলে সেই পেইজ টি কেটে দিয়ে পুনরায় download বাটনে ক্লিক করলে করলে download শুরু হবে।
ভাল থাকবেন সবাই। আবার দেখা হবে নতুন কোন টিউন এ । আজকের মত আপনাদের নিকট থেকে বিদায় নিচ্ছি।ধন্যবাদ সবাইকে
প্রথম প্রকাশিত এখানে