প্রিয় পাঠক বৃন্দ, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভাল। আজ একটি শিক্ষামূলক টিউন এ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের টিউনটি হল আন্তর্জাতিক সাধারণ জ্ঞানের একটি বিশাল সংগ্রহ নিয়ে একটি এন্ড্রয়েট অ্যাপ। আমরা যারা সাধারণ জ্ঞান পড়তে ভালবাসি বা যারা চাকুরির জন্য প্রস্তুতি নিচ্ছি তাদের জন্য অতি প্রয়োজনীয় একটি অ্যাপ এটি।

বাংলাদেশের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আন্তর্জাতিক প্রসঙ্গ নিয়ে প্রচুর প্রশ্ন থাকে। বিসিএস, মেডিকেল, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থীদের উপযোগী করে এই অ্যাপটি (General Knowledge In Global Affairs) বানানো হয়েছে।
অ্যাপটি আপডেট করা হয়েছে। যেগুলা নতুন যোগ করা হয়েছেঃ

– বিভিন্ন দেশের রাজধানী।
– জাতিসঙ্ঘ।
– আন্তর্জাতিক চুক্তি।
– বিশ্বের গুরুত্বপূর্ণ যুদ্ধসমূহ।

 

এখানে যেসব বিষয় সম্পর্কে বাংলায় পড়াশুনা করতে পারবেন; সেগুলা হচ্ছেঃ

  • এই পৃথিবী নিয়ে সংক্ষিপ্ত পরিচিতি।
    – পৃথিবীর সর্বোচ্চ এবং সর্বনিন্ম ফ্যাক্টস গুলো।
    – বিভিন্ন মহাদেশের পরিচিতি।
    – বিভিন্ন দেশের সংসদের নাম।
    – বিশ্বের বিভিন্ন দেশের জাতীয় প্রতীক।
    – দেশগুলোর উপজাতি এবং ভৌগলিক নাম।
    – বিখ্যাত সব প্রণালি, হ্রদ এবং দ্বীপের নামসমুহ।
    – অনেক সংগঠন, জোট এবং সঙ্ঘের নাম যেগুলা আমাদের প্রায়ই কাজে লাগে।

ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

Note- ডাউনলোডের জন্য ফোনের Uc ব্রাউজার ব্যবহার করুন।উপরের  লিংকে ক্লিক করে যে পেইজ ওপেন হবে সেখানে create  download link বাটনের নিচে Download Using Our Secure Download Manager একটি লেখা আছে যার বামে একটি টিক চিহ্ন দেওয়া আছে।ঐ টিক চিহ্ন টি ক্লিক করে তুলে দিন এবং download বাটনে ক্লিক। একটি  পেইজ ওপেন হবে এবার download বাটনে পুনরায় ক্লিক করুন।যদি অন্যকোন পেইজে চলে গেলে সেই পেইজ টি কেটে দিয়ে পুনরায় download বাটনে ক্লিক করলে  করলে download শুরু হবে।

ভাল থাকবেন সবাই আবার দেখা হবে নতুন কোন টিউন এ। নিয়মিত আপডেট পেতে হলে এই সাইটের সাথেই থাকুন