helo Friends,
বন্ধুরা আজ আমি আপনাদের কাছে একটি ভিষন মজার এপ নিয়ে হাজির হলাম,
আপনি কি চান আপনার কোনো বন্ধু কিম্বা বান্ধবির সাথে প্রাঙ্ক করতে এবং তাকে টাস্কি খাওয়াতে?
আজ এপটি এনেছি তার মুল কাজ হলো আপনার নাম্বার কে হাইড করা তার সাথে সাথে আপনি আপনার নাম্বার বদলাতেও পারবেন।
সজা কথায় ধরো ০১৭৭৭৫০১১৭৮ এই টা আপনার নাম্বার তাই আপনি জার কাছেই ফোন করবেন তার ফোনে এই নাম্বারটায় দেখাবে এটাই সাভাবিক তাই তো??
কিন্তু আপনি এই এপ ইউস করলে আপনি আপনার ০১৭৭৭৫০১১৭৮ দিয়ে ফোন করলেও আপনার বন্ধুর ফোনে এই নাম্বার আর দেখাবে না তার পরিবর্তে আপনি
যে নাম্বার সেট করে ফোন করবেন তার ফোনে সেই নাম্বারই দেখাবে,
আমি যদি আমার ০১৭৭৭৫০১১৭৮ এই নাম্বার দিয়ে কারো নাম্বারে ফোন দিয় এবং এপটিতে আমার নাম্বার যদি ০০০০০০০০০০ সেট করে দিয়, তাহলে
আমি যার কাছে ফোন করবো তার কাছে আমার ০১৭৭৭৫০১১৭৮ এই নাম্বার না উঠে সুধু ০০০০০০০০০ উঠবে,
এই আনান্দটা উপভোগ করতে আপনাকে নেট কানেকশন লাগবে,
তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই এপ টি বব্যহার করবেন।
প্রথমে এপটি এখান থেকে ডাওনলোড করে নিন
এপটীর সাইজ ১৬ মেগাবাইট
(আর হ্য বলে রাখি যে আপনি এই এপটি প্লে স্টোরে খুজে পাবেন না তার কারন হল এই এপ এর নামের উল্টোপাল্টা থাকায়।)
তারপর আপনার ফোনে ইন্সটাল দিন এবং ওপেন করুন।
ওপেন করলে আপনার সামনে দুটো খালি ঘর আসবে
1:- Caller ID = এখানে আপনি যে নাম্বার আপনার বন্ধুর ফোনে দেখাতে চান সে টা দিন যেমন- ০০০০০০০০।
2:- To = এখানে আপনি যার কাছে ফোন করবেন মানে আপনার বন্ধুর নাম্বার দিন।
এবং ডায়েলে ক্লিক করুন।
আপনি চাইলে আপনার বাড়ির কোনো ফোনে ট্রায় করতে পারেন।
আর একটি অসুবিধা হচ্চে যে এখানে আপনি .99 point ফ্রি পাবেন তার পর কয়েন শেষ হয়ে গেলে গুগোল প্লে থেকে আবার কয়েন কিনতে পারবেন,
বিঃদ্রঃ- এপটি কোনো অসত কাজে ব্যবহার করবেন না দয়াকরে। আর যদি করেন তাহলে আমি তার জন্য কোনোরকম দায়ি না।
#এপটি যে ভাবে ডাওনলোড করবেনঃ-
প্রথমে লিঙ্ক কে ক্লিক করে যে পেজ ওপেন হবে সেখান থেকে এপটি ফেসবুক কিম্বা অন্য যেওকোনো জাগায় একবার সেয়ার করুন।
তারপর Dowmload ঠিক নিচে যে টিক চিহ্ন দেওয়া আছে সেটা উঠিয়ে দিন তারপর ডাওনলোডে ক্লিক করুন।