সুপ্রিয় পাঠকবৃন্দ, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভাল? আজ আপনাদের সামনে আর একটি নতুন টিউন নিয়ে হাজির হয়েছে। আজকের টিউন এর মূল বিষয় হল- বাংলাদেশের সকল মোবাইল অপারেটরদের খবরা খবর নিয়ে একটি অ্যাপ।আমরা যারা মোবাইল ফোন ব্যবহার করি সেই সাথে ইন্টারনেট ব্যবহার করি। তদের জন্য এই অ্যাপ টি অত্যান্ত প্রয়োজনীয় বলে আমি মনে করি। কেননা এই অ্যাপটি ব্যবহার করলে আপনাকে আর মোবাইল সীমের অফার এর জন্য কোন ওয়েব সাইট ভিজিট করতে হবে না। সকল ধরনের অফার এবং নেট প্যাকেজ তথা আপনার সীমের প্রয়োজনীয় অফার জানতে পারবেন। হ্যা যে কথা বলতে ভুলে গিয়েছিলাম। অ্যপটির নাম হল- ম্যাজিক অপারেটর. আপনরাদের বুঝার সুবিধার জন্য নিচের কিছু ছবি দেওয়া হল-

1 2 3

যেকোন অপারেটর সম্পর্কে আরও বিস্তারিত জানতে অ্যাপের উপরের  Tricks আপশনে ক্লিক করুন।ব্যবহার বিধি অত্যান্ত সহজ বিধায় বিস্তারিত আর লিখলাম না। ইনস্টল করলেই সবকিছু জানতে পারবেন।

ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

Note- ডাউনলোডের জন্য ফোনের Uc ব্রাউজার ব্যবহার করুন।উপরের  লিংকে ক্লিক করে যে পেইজ ওপেন হবে সেখানে create  download link বাটনের নিচে Download Using Our Secure Download Manager একটি লেখা আছে যার বামে একটি টিক চিহ্ন দেওয়া আছে।ঐ টিক চিহ্ন টি ক্লিক করে তুলে দিন এবং download বাটনে ক্লিক। একটি  পেইজ ওপেন হবে এবার download বাটনে পুনরায় ক্লিক করুন।যদি অন্যকোন পেইজে চলে গেলে সেই পেইজ টি কেটে দিয়ে পুনরায় download বাটনে ক্লিক করলে  করলে download শুরু হবে।

তাহলে আজ বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোন টিউন এ। সে পর্যন্ত ভাল থাকবেন সবাই। আর নিত্য নতুন আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।

প্রথম প্রকাশিত এখানে