সুপ্রিয় পাঠকবৃন্দ, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভাল।আমার আজকের এই টিউনটি যারা একেবারেই নতুন ভাবে আউটসোসিং এবং FREELANCING শিখতে আগ্রহী তাদের জন্য। এ ব্যাপারে যারা অত্যান্ত দক্ষ তদের জন্য এ টিউনটি নয়। এবার আসি কাজের কথায়, আমরা সকলেই জানি যে বর্তমান যুগ হল তথ্য প্রযুক্তির যুগ। আর এই তথ্য প্রযুক্তির যুগে ইন্টারনেট হল প্রধান বাহন। আমরা হয়তো সকলেই আউটসোসিং এবং FREELANCING শব্দদুটির সাথ পরিচিত। আবার অনেকে বুঝি ইন্টারনেটে টাকা ইনকাম করারে আউটসোসিং এবং FREELANCING বলা হয় । এটা নতুন দের একটি ধারণা। এর পেছনে অনেক কিছু রয়েছে যা নতুন রা একেবারেই জানে না। তাই সঠিক ভবে আউটসোসিং এবং FREELANCING এর পরিচিত না জানার ফলে অনেকেই ভুল পথে পা বাড়ায়। তবে আজ আপনাদের সাথে এমন একটি অ্যাপস্ শেয়ার করতে যাচ্ছি যেখানে আপনি আউটসোসিং এবং FREELANCING এর উপর একটি পরিপূর্ণ ধারণা পাবেন বলে আমি আশা করি। হ্যা এটি আউটসোসিং এবং FREELANCING এর পরিচিতি নিয়ে একটি এন্ড্রয়েট অ্যাপস। ইন্টারনেট এ টাকা ইনকামের উপায় পড়ে ঘরে বসে ইনকাম করুন হাজার হাজার টাকা।
শুধু শুনেছেন মানুষ ইন্টারনেট এ টাকা ইনকাম করে। আপনি হয়তো ভাবেন আপনিও করবেন কিন্তু কিভাবে জানেন না।এই এপ্লিকেশন এ সব কিছু সহজ ভাবে দেয়া হয়েছে।
সবগুলো চ্যাপ্টার ভালো করে পড়েন। আশা করি ভালো রেজাল্ট পাবেন।
তাহলে আর দেরি কেন !! নিচের লিংক থেকে ডাউনলোড করে নিন । আর শুরু করুন আউটসোসিং এবং FREELANCING এর পথচলা।
ভাল থাকবেন সবাই । আবার দেখা হবে নতুন কোন টিউন এ।