সুপ্রিয় প্রযুক্তিপ্রেমীরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভাল । আমার টিউন এ সবাইকে জনাই অনেক অনেক শুভেচ্ছা। প্রযুক্তি নিয়ে আলোচনার ফাকে আজ নিয়ে এলাম বিনোদনের একটি চরম এন্ড্রয়েট অ্যাপস নাম- মোল্লা নাসীরুদ্দিনের শিক্ষনীয় গল্পের সমাহার নিয়ে একটি অ্যাপস। তাহলে নাসীরুদ্দিনের শিক্ষনীয় গল্পের আগে আসুন জেনে নিই মোল্লা নাসীরুদ্দিন সম্পর্কে-
মোল্লা নাসীরুদ্দিনের ছিলেন 13 শতকের একজন জনপ্রিয়, দার্শনিক, ও জ্ঞানী লোক, তিনি তৎকালীন সময়ে সেলজুক সালতানের রাজধানী যা বর্তমানে তুরস্ক তে বাস করতেন। তার মজাদার গল্প বা চুটকির কারণে তিনি এখনও জনপ্রিয় হয়ে আছেন আমাদের মাঝে।
অ্যাপস্ টিতে রয়েছে 101টি শিক্ষনীয় গল্প যা আপনাদের ভাল লাগতে বাধ্য।101টি শিক্ষনীয় গল্পের মধ্যে অন্যতম হল
*চালাকির কিস্তিমাত
*হৃদয় না থাকলে লোক বাচে কী করে?
*মোল্লা সাহেবের শিকার
*তিন যোগ করতে হবে
*ভোজ বাড়িতে মোল্লা
*তিন যোগ করতে হবে
*মেরে পিয়ারে উল্লু ইত্যাদি অন্যতম।
তাহলে আর দেরি কীসের ??? অবসর সময়ে বিনোদন পেতে ডাউনলোড করে নিতে পারেন 101 টি গল্পের মহা সমাহার নিয়ে এই অ্যাপস্ টি ।
Note- ডাউনলোডের জন্য মোবাইল ব্যবহারকরীরা ফোনের Uc ব্রাউজার ব্যবহার করুন।উপরের লিংকে ক্লিক করে যে পেইজ ওপেন হবে সেখানে create download link বাটনের নিচে Download Using Our Secure Download Manager একটি লেখা আছে যার বামে একটি টিক চিহ্ন দেওয়া আছে ।ঐ টিক চিহ্ন টি ক্লিক করে তুলে দিন এবং download বাটনে ক্লিক । একটি পেইজ ওপেন হবে এবার download বাটনে পুনরায় ক্লিক করুন ।যদি অন্যকোন পেইজে চলে গেলে সেই পেইজ টি কেটে দিয়ে পুনরায় download বাটনে ক্লিক করলে করলে downloadশুরু হবে।
ভাল থাকবেন সবাই আবার দেখা হবে নতুন কোন টিউন এ। নিয়মিত আপডেট পেতে হলে এই সাইটের সাথেই থাকুন