আগে বেঁচে থাকার জন্য অত্যাবশ্যকীয় ছিল অন্ন, বস্ত্র আর বাসস্থান। কিন্তু ২০১৬ তে পৌঁছে তাতে যোগ হয়েছে নতুন এক উপকরণ। বিশেষ করে শহুরে নাগরিকের জন্য। চাই-ই চাই ওয়াইফাই। কিন্তু চাইলেই কি পাওয়া যায়? যায়, একটু চেষ্টা করলেই যায়।
অ্যান্ড্রয়েডের অ্যাপ স্টোরে রয়েছে ওয়াইফাই হ্যাকের শ’য়ে শ’য়ে টুল। ইন্সটল করে ইন্সট্রাকশন ফলো করলেই কেল্লা ফতেহ। তবে অধিকাংশ অ্যাপের ক্ষেত্রেই ফোন রুট থাকা বাধ্যতামূলক। ফলে রয়েছে ফিশিংয়ের ঝুঁকিও। তাই সাধু সাবধান।
প্রত্যেকটি অ্যাপই তৈরি হয়েছে শিক্ষামূলক ব্যবহারের জন্য। এর কোনও অপব্যবহারের পরামর্শ দেয় না।