X

বাংলাদেশের কোন এলাকার পোস্টকোড অথবা জিপ কোড কত আসুন তা জেনে নিই একটি এ্যাপের সাহায্যে

সুপ্রিয় পাঠক, আশা করি সবাই অনেক ভাল আছেন। কিছুদিন পর আবার ফিরে এলাম আপনাদের মাঝে এক নতুন টিউন নিয়ে । আমার আজকের টিউন হল – বাংলাদেশের সকল জেলা এবং সেই সাথে ইউনিয়নের সকল এলাকার পোস্ট কোড অথবা জিপ কোড এর বিরাট কালেকশন নিয়ে । এখানে তথা এই এ্যাপস এ আপনি আপনার এলাকার জিপ কোড বা পোস্টাল কোড সহজে বের করে জেনে নিতে পারবেন। তাছাড়া বর্তমানে চাকরির বিভিন্ন আবেদন ফরম পুরণ করার জন্যও এই জিপ কোড বা পোস্টাল কোড প্রয়োজন হতে পারে । তাই আপনার কাজ কে সহজ করে নিতে ডাউনলোড করাই যেতে পারে এই এ্যাপস টি। ডাউনলোড করার পর স্বাবাবিক ভাবেই ইনস্টল করুন। কোন প্রকার ঝামেলা নেই বলেই কি ভাবে ব্যবহার করতে হয় তা আর বিস্তারিত আলোচনা করলাম না। ইনস্টল দিলেই আপনি আপনা আপনি বুঝতে পারবেন।

ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

Note- ডাউনলোডের জন্য ফোনের Uc ব্রাউজার ব্যবহার করুন।উপরের  লিংকে ক্লিক করে যে পেইজ ওপেন হবে সেখানে create  download link বাটনের নিচে Download Using Our Secure Download Manager একটি লেখা আছে যার বামে একটি টিক চিহ্ন দেওয়া আছে ।ঐ টিক চিহ্ন টি ক্লিক করে তুলে দিন এবং download বাটনে ক্লিক । একটি  পেইজ ওপেন হবে এবার download বাটনে পুনরায় ক্লিক করুন ।যদি অন্যকোন পেইজে চলে গেলে সেই পেইজ টি কেটে দিয়ে পুনরায় download বাটনে ক্লিক করলে  করলে download শুরু হবে।

তাহলে আজ আপনাদের নিকট থেকে বিদায় নিচ্ছি। আবার আসবো নতুন কোন টিউন নিয়ে সে পর্যন্ত ভাল থাকবেন সবাই। সবাই সুস্থ থাকবেন। আবার দেখা হবে আপনাদের সাথে।

আমার সাইট

apu09:

This website uses cookies.