সুপ্রিয় প্রযুক্তি প্রেমী, কেমন আছেন সবাই?? আশা করি অনেক অনেক ভাল। আবার আসলাম নতুন টিউন নিয়ে আপনাদের মাঝে, এখন থেকে নতুন নতুন টিউন করবো কারন এখন আমি আগের তুলনায় অনেক ফ্রি আছি। তাই প্রতিবারের মত এবারও আপনাদের সামনে নিয়ে এসেছি একটি এ্যাপস্ যেটি দিয়ে আপনি আপনার ছবিকে প্রকৃতির সাজে সাজিয়ে নিতে পারবেন।আপনি কি আপনার ছবিকে প্রকৃতির ফ্রেমে বন্দি করতে চান? আপনার স্বরণীয় মুহুর্ত গুলোকে প্রকৃতির সুন্দর সুন্দর ফ্রেমে সাজিয়ে তুলুন।এই অসাধারণ এ্যাপস টিতে রয়েছে ফ্রি প্রাকৃতিক দৃশ্য সমৃদ্ধ ফটো ফ্রেম, ইফেক্ট এবং ছবিতে লেখার সুবিধা । আর হ্যা মনে করছেন ছবিটি দেখতে কেমন হবে । ভাবনার কোন কারণ নেই নিচের কিছু স্কীন শর্ট দেখে নিন।
তাহলে আর বেশি কথা বলবো না । এখনই নিচের ডাউনলোড লিংক থেকে নামিয়ে নিতে পারেন অনেক কাজের এই এ্যাপস টি । আর একটি কথা এ্যাপস্ টি 8 (আট) মেগাবাইট এর মত । কি একটু বেশি এমবি মনে হল। আসলে অনেক কিছুই পাবেন এই এ্যাপস্ টি তাই একটু বেশি মেগাবাইট । কারণ জিনিস যেটা ভাল তার মেগাবাইট তো একটু বেশি হবেই। আর কথা বাড়াবো না নিচের লিংকথেকে তাহলে নিনে নিন এ্যাপস্ টি-
Note- ডাউনলোডের জন্য ফোনের Uc ব্রাউজার ব্যবহার করুন।উপরের লিংকে ক্লিক করে যে পেইজ ওপেন হবে সেখানে download বাটনের নিচে Download Using Our Secure Download Manager একটি লেখা আছে যার বামে একটি টিক চিহ্ন দেওয়া আছে ।ঐ টিক চিহ্ন টি ক্লিক করে তুলে দিন এবং download বাটনে ক্লিক । একটি পেইজ ওপেন হবে এবার download বাটনে পুনরায় ক্লিক করুন ।যদি অন্যকোন পেইজে চলে গেলে সেই পেইজ টি কেটে দিয়ে পুনরায় download বাটনে ক্লিক করলে করলে download শুরু হবে।
ভাল থাকবেন সবাই আবার দেখা হবে নতুন কোন টিউন এ। নিয়মিত আপডেট পেতে হলে এই সাইটের সাথেই থাকুন
একনজরে দেখে নিতে পারেন এ্যাপস্ টির ইংলিশ রিভিউ
Would you like your pictures to be appearing in the beautiful Nature frame? These fantasy frames are ideal for you to frame your memories and make them unforgettable. Using this app you can make photos more beautiful by decorating them with fantastic free nature photo frame ,effects, text and stickers. ✿✿
How to Use:
☀ Select a photo from the gallery or take photos using camera.
☀ Multiple stylish nature photo frames for any picture.
☀ Apply multiple overlay effects to your images.
☀ Adjust position, size, angle of your photo by just finger gestures.
☀ Save your image to SD card.
☀ Share your creations via Facebook, Twitter, Flickr, email, and other social networks.
☀ Easy to use.
প্রথম প্রকাশিত এখানে