নিয়ে নিন Clash of clan এর 1200 Gems

সসালামু আলাইকুম, সবাইকে আমার টিউনে স্বাগতম।

Clash of clan এর Gems অনেক প্রয়োজনীয় জিনিস যা হ্যাক করা সম্ভব নয় কেননা Gems দিয়ে খুব সহজেই গেমটি তে উন্নতি করা যায়।
হ্যাক করা সম্ভব না হলেও আমারা gems earn করব…

ফ্রি Gems পাওয়ার যতগুলো টুল ইন্টারনেট এ আছে তার ১০০% ই ফেক!

এখন আমি এই Gems আয় করার পদ্ধতিটা দেখিয়ে দেব।।

কিন্তু তার জন্য আপনাকে ডলার আয় করতে হবে!  তবে এই কাজটা করতে তেমন পরিশ্রম করতে হবে না আর কোনো ব্যাংক একাউন্ট ও লাগবে না।

যা যা লাগবে:
১. এন্ড্রয়েট ফোন

২. Whaff Rewards Apps (download from play store)

৩. Facebook id

৪. google walet এটা লাগবে যখন পে আউড করবেন তখন লাগবে…

 

>>>এখন দেখি Whaff Rewards টা কি?

এর ভেতরে নানারকম Apps, Games থাকবে,

# যা ডাউনলোড করলে নির্দিষ্ট পরিমান ডলার পাবেন। যেমনঃ .1$/.05$/.2$।

# প্রতিদিন Whaff Rewards থেকে ঐ App টা ওপেন করে ১/৪/৩ মিনিট ব্যবহার করে নির্দিষ্ট পরিমান ডলার পাবেন। যেমনঃ .1$/.05$/.2$।

# ঐ App টি আনইন্সটল না করলে প্রতিদিন নির্দিষ্ট পরিমাণ ডলার পাবেন।

এছাড়াও Referral ও প্রতিদিন লগইন করে ডলার পাবেন।

তাহলে প্রথমে App টি ডাউনলোড করে নিন প্লে-স্টোর—->

whaff install দেন..

তারপর App টি ওপেন করুন…

তারপর লগইন এ ক্লিক করুন, ফেসবুক ওপেন হবে ঐখানে আপনার আইডি দিয়ে লগইন করার পর পারমিশন চাইবে Whaff Rewards থেকে OK দিন।
এবার একটা কোড চাইবে নিচের কোডটি দেন।।

CODE: CQ06967

এটা দিলে আপনার আমার দুজনেরই সুবিধা।

যাই হোক এবার বিভিন্ন এপ্স ডাউনলোড করে টাকা আয় করতে হবে 12 ডলার পাইলে টাকা পে আউট করে gems নেওয়া যাবে.।

অনলাইনে এইটার এতো পেয়মেন্ট প্রুফ আছে যে আর দিলাম না।
খোদা হাফেজ, ধন্যবাদ টিউনটি পড়ার জন্য!

কোনা সমস্যা বা প্রশ্ন থাকলে টিউমেন্ট করবেন।