ডাউনলোড করুন নতুন একটি Android ভয়েস চ্যাঞ্জার
runbd24.com | ১,৩৪৯ বার পঠিত | ডিসেম্বর ৭, ২০১৫ | অ্যান্ড্রয়েড | No | ৪:০৪ PM |
আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো। যাই হোক, অনেকদিন হয় নানা ব্যাস্ততার কারণে টিউন করতে পারিনা। আজ কিছুটি ফ্রি তাই বসে পড়লাম টিউন করার জন্য। আশা করি আমার টিউন আপনাদের ভালো লাগে এবং ভালো লাগবে।
আজ আমি আপনাদের সাথে দারুণ একটি এন্ড্রয়েড ভয়েস চ্যাঞ্জার শেয়ার করব। আমি এই এপটি প্রায় ১ সপ্তাহ আগে থেকে ব্যাবহার করা শুরু করেছি। প্রথমদিন থেকেই এই এপটি আমার ভালো লাগা শুরু করেছে। আমি এর আগে আর-ও অনেক ভয়েস চ্যাঞ্জার ডাউনলোড করে ব্যাবহার করেছি সব থেকে এটাই আমার ভালো লেগেছে। আপনি চাইলে আপনিও ডাউনলোড করতে পারেন।
এই এপটি এর আগে কেউ আপনাদের সাথে শেয়ার করেছে কিনা জানিনা। তবে আমি প্রথম শেয়ার করছি। কারো প্রয়োজন মনে হলে ডাউনলোড করতে পারেন।
Software Name: Voice changer with effects.Apk
প্লে-ষ্টোর থেকে ডাউনলোড করতে এখানে যান।

প্লে-ষ্টোর থেকে ডাউনলোড করতে কুন সমস্যা হলে নিচে থেকে ডাউনলোড করতে পারেন।
Download:Click Here to Download
আশা করি Softwareটি সবার ভালো লাগবে। আপনাদের যদি কারো পছন্দের গেম,এপ থেকে থাকে রিকোয়েষ্ট করতে পারেন আমি যথা সম্ভব আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আপনারা আমার জন্য দোয়া করবেন।ভালো থাকবেন সবাই। ধন্যবাদ
যদি টিউটোরিয়ালটি আপনার কাছে ভালো লাগে Subscribe করতে ভুলবেন না।
আপনি যদি চান আমাদের ওয়েব সাইটে নতুন পোস্ট হওয়ার সাথে সাথে আপনাকে আমরা ইমেইলের মাধ্যমে জানাবো তাহলে Subscribe করুন।
This title last post
১,৩৪৯ বার পঠিত | ডিসেম্বর ৭, ২০১৫ | ৪:০৪ PM