কেমন আছেন সবাই? নিশ্চই ভালো আছেন। আমারও এটাই চাওয়া যে আপনারা ভালো থাকবেন। এই প্রযুক্তির প্লাটফর্মে কি কেউ খারাপ থাকতে পারে? এখানে ঘুরা ঘুরি করলেই প্রযুক্তি বিষয়ে নানা জ্ঞান অর্জন করা যায়। আমার জ্ঞান তেমন ভালো না হলেও চেষ্টা করি আপনাদের সাথে ভালো কিছু শেয়ার করার। তবে আপনাদেরকে আবারও এই প্রযুক্তির প্লাটফর্মে স্বাগতম জানাচ্ছি। আর বেশি কথা বলবনা চলুন কাজের কথায় আসি।

আজ আমি আপনাদের সাথে দারুন একটি শেয়ার করব Android App। এই এপটি আপনার মোবাইলে থাকলে আপনার মোবাইলে যদি SMS আসে তাহলে তা আর আপনাকে কষ্ট করে পড়তে হবে না। মোবাইল নিজেই বলবে আর আপনি শুনবেন এমনকি যদি কেউ আপনাকে কল করে তাহলে কলারের নামটিও বলে দেবে। এপটি হল SMS & Caller Name Speaker Free
আপনি চাইলে এমন করে রাখতে পারবেন যে শুধু নির্দিষ্ট নামের কল এবং SMS এর জন্য কাজ করবে বা করবে না।

এই এপটি এর আগে কেউ আপনাদের সাথে শেয়ার করেছে কিনা জানিনা। তবে আমি প্রথম শেয়ার করছি। কারো প্রয়োজন মনে হলে ডাউনলোড করতে পারেন।
Software Name: SMS & Caller Name Speaker Free.Apk
প্লে-ষ্টোর থেকে ডাউনলোড করতে এখানে যান।

প্লে-ষ্টোর থেকে ডাউনলোড করতে কুন সমস্যা হলে নিচে থেকে ডাউনলোড করতে পারেন।
Download:SMS & Caller Name Speaker Free

আশা করি Softwareটি সবার ভালো লাগবে। আপনাদের যদি কারো পছন্দের Android Apps থেকে থাকে রিকোয়েষ্ট করতে পারেন আমি যথা সম্ভব আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আপনারা আমার জন্য দোয়া করবেন।ভালো থাকবেন সবাই। ধন্যবাদ

Telecom news bd | GP SIM Offer | Bondho Sim Offer | Add Super FNF | Internet Data Bonus