কেমন আছেন সবাই? নিশ্চই ভালো আছেন। আমারও এটাই চাওয়া যে আপনারা ভালো থাকবেন। এই প্রযুক্তির প্লাটফর্মে কি কেউ খারাপ থাকতে পারে? এখানে ঘুরা ঘুরি করলেই প্রযুক্তি বিষয়ে নানা জ্ঞান অর্জন করা যায়। আমার জ্ঞান তেমন ভালো না হলেও চেষ্টা করি আপনাদের সাথে ভালো কিছু শেয়ার করার। তবে আপনাদেরকে আবারও এই প্রযুক্তির প্লাটফর্মে স্বাগতম জানাচ্ছি। আর বেশি কথা বলবনা চলুন কাজের কথায় আসি।

আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ একটি Android Software। এই এপটি একটি Photo Editor। আপনার এন্ড্রয়েড মোবাইল দিয়ে ফটো ইডিট করে অনেক সুন্দর করে তুলতে পারবেন। এই ফটো ইডিটরের কাজ খুব সহজ। এই এপে ঢুকার পর আপনি কতগুলো অপশন পাবেন যেগুলোর সাহায্যে কাজ করতে হবে। ধরুণ আপনি ফটোর উপরে কিছু লিখতে চান তাহলে সেই অপশনে গিয়ে বিভিন্ন টেক্সট যুক্ত করতে পারবেন। এছাড়াও আরো অনেক কাজ করতে পারবেন এই এপ দিয়ে। আপনি এটা নিতে পারেন।

এই এপটি এর আগে কেউ আপনাদের সাথে শেয়ার করেছে কিনা জানিনা। তবে আমি প্রথম শেয়ার করছি। কারো প্রয়োজন মনে হলে ডাউনলোড করতে পারেন।
Software Name: Perfect Photo Editor.Apk
প্লে-ষ্টোর থেকে ডাউনলোড করতে এখানে যান।

প্লে-ষ্টোর থেকে ডাউনলোড করতে কুন সমস্যা হলে নিচে থেকে ডাউনলোড করতে পারেন।
Download:Perfect Photo Editor.Apk

আশা করি Softwareটি সবার ভালো লাগবে। আপনাদের যদি কারো পছন্দের Android Apps থেকে থাকে রিকোয়েষ্ট করতে পারেন আমি যথা সম্ভব আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আপনারা আমার জন্য দোয়া করবেন।ভালো থাকবেন সবাই। ধন্যবাদ

GP SIM Offer | Internet Data Bonus | Bondho Sim Offer | Recharge Bonus | Eid Offer Banglalink News | BL Sim Offer | BL Internet Pack