আসসালামু আলাইকুম,কেমন আছেন সবাই? আশা করি ভালো। আমার মনটা তেমন বেশি ভালো না হলেও খারাপ না। আকাশ খারাপ, তাই ভাবলাম বাহিরে না গিয়ে ঘরে বসে কিছু লেখালেখি করি। আজ আমি আপনাদের সাথে দারুণ একটি এপ শেয়ার করব। আমার মনে হচ্ছে এপটি আপনাদের অবশ্যই ভালো লাগবে। কেননা এটা অনেক কাজের এপ। তাহলে আমরা এপ নিয়ে আলোচনা শুরু করি।

বাংলাদেশ রেলওয়ে নিয়ে বানানো আজকের এই অ্যাপ।বাংলাদেশের রেলওয়ের সকল তথ্য এখন আপনার হাতের মুঠোয়। যেখানে বাংলাদেশ রেলওয়ের সময় সূচি, টিকেটের, টিকেট কাটার নিয়মকানুন সহ বিস্তারিত অনেক বিষয় নিয়ে সাজিয়েছি। অ্যাপটির মাধ্যমে
আপনি জানতে পারবেন
*বাংলাদেশ রেলওয়ের সংক্ষিপ্ত
ইতিহাস
*ট্রেনের সময়সূচী-টিকেটের মূল্য তালিকা
*ট্রেন ট্রাকিং মনিটরিং সিস্টেম
*ট্রেন ইনফরমেশর ডিসপ্লে সিস্টেম
*এসএমএস এর মাধ্যমে টিকেট ক্রয়/বুকিং সেবা
*অনলাইনে ট্রেনের টিকিট ক্রয়
আশা করি এই অ্যাপটি আপনার
উপকারে আসবে।

এই এপটি এর আগে কেউ আপনাদের সাথে শেয়ার করেছে কিনা জানিনা। তবে আমি প্রথম শেয়ার করছি। কারো প্রয়োজন মনে হলে ডাউনলোড করতে পারেন।
Software Name:Bangladesh Railway.Apk
প্লে-ষ্টোর থেকে ডাউনলোড করতে এখানে যান।

প্লে-ষ্টোর থেকে ডাউনলোড করতে কুন সমস্যা হলে নিচে থেকে ডাউনলোড করতে পারেন।
Download:Click Here to Download

আশা করি Softwareটি সবার ভালো লাগবে। আপনাদের যদি কারো পছন্দের গেম,এপ থেকে থাকে রিকোয়েষ্ট করতে পারেন আমি যথা সম্ভব আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আপনারা আমার জন্য দোয়া করবেন।ভালো থাকবেন সবাই। ধন্যবাদ
এই টিউনটি আগে প্রকাশিত হয়েছে Runbd24.Com এই সাইটে।