আসসালামু আলাইকুম,কেমন আছেন সবাই? আশা করি ভালো। আমার মনটা তেমন বেশি ভালো না হলেও খারাপ না। আকাশ খারাপ, তাই ভাবলাম বাহিরে না গিয়ে ঘরে বসে কিছু লেখালেখি করি। আজ আমি আপনাদের সাথে দারুণ একটি এপ শেয়ার করব। আমার মনে হচ্ছে এপটি আপনাদের অবশ্যই ভালো লাগবে। কেননা এটা অনেক কাজের এপ। তাহলে আমরা এপ নিয়ে আলোচনা শুরু করি।
আজ যে এপটি আপনাদের সাথে শেয়ার করব তা আপনাদের অবশ্যই ভালো লাগবে। কারণ এটা একটা কাজের এপ। এই এপ দিয়ে আপনি এটা জানতে পারবেন যে এক জায়গা থেকে অন্য জায়গার দূরত্ত কতটুকু। আশা করি বুঝতে পেরেছেন যে এটা কি ধরণের এপ। ধরুণ আপনি একটি জায়গাতে আছেন। আপনি অন্য একটি জায়গাতে যেতে চাচ্ছেন। সেই সময় আপনি এই এপের সাহায্যে এটা জানতে পারবেন যে ঐ জায়গার দূরত্ত কতটুকু।
এই এপটি এর আগে কেউ আপনাদের সাথে শেয়ার করেছে কিনা জানিনা। তবে আমি প্রথম শেয়ার করছি। কারো প্রয়োজন মনে হলে ডাউনলোড করতে পারেন।
Software Name:Location Distance Finder.Apk
প্লে-ষ্টোর থেকে ডাউনলোড করতে এখানে যান।
প্লে-ষ্টোর থেকে ডাউনলোড করতে কুন সমস্যা হলে নিচে থেকে ডাউনলোড করতে পারেন।
Download:Click Here to Download
আশা করি Softwareটি সবার ভালো লাগবে। আপনাদের যদি কারো পছন্দের গেম,এপ থেকে থাকে রিকোয়েষ্ট করতে পারেন আমি যথা সম্ভব আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আপনারা আমার জন্য দোয়া করবেন।ভালো থাকবেন সবাই। ধন্যবাদ
এই টিউনটি আগে প্রকাশিত হয়েছে Runbd24.Com এই সাইটে।